
মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন হাজারো নেতা-কর্মী নিয়ে, রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলী
কৃষ্ণ কুমার সরকার
মেট্রো রেলের এমআরটি লাইন-৬-এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৩৪ মিনিটে তিনি এ অংশের উদ্বোধন করেন। বিকেল ৪টায় মেট্রো রেল উদ্বোধন উপলক্ষে আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন ।
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
জনসভায় রাজবাড়ী থেকে হাজারো নেতা-কর্মী নিয়ে যোগ দিয়েছেন,
ঢাকাকে যানজটমুক্ত করতে গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রো রেলের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। একে একে সকল স্টেশন চালুর মধ্যে দিয়ে ঢাকাকে যানজট থেকে মুক্তি দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।