
স্টাফ রিপোর্টার

ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী এর আয়োজনে উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো শিক্ষা উৎসবের আয়োজন করা হয়। গত১৪ অক্টোবর, ২০২৩ সকাল ১০ টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আজিজা খানম। ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী এর মুখপাত্র সপ্তদীপা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক মল্লিকা হলদার। বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ৫৭১ জন শিক্ষার্থী ৪ বিভাগে মোট ২২ টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও দিনব্যাপী এ আয়োজনে আরো ছিলো পাবলিক বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নিয়ে সেশন। যেটি পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান। মন, মস্তিষ্ক ও বিদ্যাকৌশল বিষয়ে সেশন নেন বালিয়াকান্দি উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা: সজল সোম।
বিকাল ৪ ঘটিকায় সমাপনী ও পুরস্কার বিতরণ পর্ব হয়। সমাপনী তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনইউএনও জনাব রফিকুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন এসিল্যান্ড- জনাব হাসিবুল হাসান,কৃষিকর্মকর্তা-রফিকুলহাসান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার – ডা: সজল কুমার সোম,প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক – কুতুব উদ্দিন মোল্লা। সমাপনী পর্ব শেষে বিজয়ী প্রায় ৭০ জনকে পুরস্কৃত করা হয়।
