
স্টাফ রিপোর্টার


ক্যান্সার সোসাইটি, রাজবাড়ী পক্ষ থেকে ডেঙ্গুজ্বরের সুচিকিৎসা ও সিজনের আগেই ডেঙ্গু মশা নিধনের ব্যবস্থা নেয়ারদাবীতে মানববন্ধন করা হয়। ডেঙ্গু মশা নিধনের জন্য সুনির্দিষ্ট কয়েকটি দাবী বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন, এবং জনসচেতনতা তৈরীর লক্ষ্যে আজ সকাল দশটা ত্রিশ মিনিটে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে জন সচেতনতামুলক প্লাকার্ড প্রদর্শন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যান্সার সোসাইটি রাজবাড়ীর সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মুনিরুল হক মুনির, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, ক্যান্সার সোসাইটি রাজবাড়ীর সম্মানিত সদস্য ও বিজ্ঞান চেতনার প্রতিষ্ঠাতা মহিতুজ্জামান বেলাল, নাগরিক কমিটির সদস্য জেমস্ হালদার। মানববন্ধনে উপস্থিত ছিলেন কবি নেহাল আহমেদ, ক্যান্সার সোসাইটি সিনিয়র সদস্য হালিম বিশ্বাস, পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, জেলা জাসদের সহ সহ সভাপতি দিলীপ চাকী সহ আরো অনেকে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারক লিপি প্রদান করা হয়।
