
স্পেশাল রিপোর্টার
আজ ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে’ স্মৃতির শহর রাজবাড়ী ‘গ্রন্থের লেখক প্রয়াত খালেদ সালাউদ্দিন জগলুল এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি ও কবি সালাম তাসির। অনুষ্ঠানে লেখকের গ্রন্থ ‘স্মৃতির শহর রাজবাড়ী ‘ও তাঁর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন, আলোচকগন হলেন কচিকাঁচার আসর রাজবাড়ীর সভাপতি জনাব নুরুল হক আলম,সমকাল সুহৃদ সভাপতি কমল কৃষ্ণ সরকার,সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম,সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকী রহমান, সংস্কৃতি সংগঠক সমাজসেবক জনাব মনিরুল হক,বিশ্ব ভরা প্রাণ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ আতাউর রহমান, লেখকের ভাগ্নি শেহনাজ ইসলাম জুলিয়া, সাহিত্য পরিষদ রাজবাড়ীর সভাপতি ও কবি খোকন মাহমুদ,কবি ইউসুফ বাশার আকাশ,
টিম রাজবাড়ি ফাউন্ডেশনের সেক্রেটার আহসান হাবিব হাসু, নাট্যজন অজয় দাস তালুকদার প্রমুখ। বক্তাগণ এই গুণী লেখকের পরিশ্রম লব্ধ তথ্যসমৃদ্ধ ‘স্মৃতির শহর রাজবাড়ী গ্রন্থে,রাজবাড়ী শহরের অতীত নানা বাস্তবতা চমৎকার দক্ষতার সাথে চমৎকার ভাবে তুলে ধরেছেন এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানান । যা রাজবাড়ী শহরের এক প্রামাণ্য দলিল।লেখক তাঁর এই গ্রন্থের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। আলোচকবৃন্দ এই আশাবাদ ব্যক্ত করেন। এই স্বরণ সভা অনুষ্ঠানে লেখকের প্রতি শ্রদ্ধা জানান হয় এবং উপস্থিত সবাই প্রয়াত লেখকের আত্মার শান্তি কামনা করেন তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন । এই গুণী লেখক মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের উপদেষ্টা ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাক উল আলম।