
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে ‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি- শৃঙ্খলা সর্বত্র” -শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার ( ৩০শে অক্টোবর) সকাল দশটায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। গোয়ালন্দ ঘাট থানা চত্ত্বর থেকে র্যালী বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর গোয়ালন্দ ঘাট থানা ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।


গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান আসাদ চৌধুরী, প্যানেল মেয়র ফজলুর রহমান ,উজানচর ইউনিয়নের চেয়ারম্যান গুলজার হোসেন, দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলে সহ অন্যান্য কমিশনার ও মেম্বারবৃন্দু। থানার তদন্ত কর্মকর্তা মনির হোসেনের সঞ্চালনে বক্তারা বক্তব্য রাখেন। বক্তাগণ ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস, জঙ্গীবাদসহ বিভিন্ন অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানান।