
স্টাফ রিপোর্টার
স্থান রাজবাড়ী শিল্প কলা একাডেমি।
সময় বিকেল ৪.৩০মিঃ
রাজবাড়ী সাহিত্য পরিষদের সভাপতি কবি খোকন মাহমুদের সঞ্চালনায় “পাঠ ও পাঠ অন্বেষণ”বিষয় ভিত্তিক প্রথম মিলন বৈঠক অনুষ্ঠিত হয়।অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কবি ও চিত্রশিল্পী মোস্তাফিজ কারিগর। মূল আলোচক বিশিষ্ট লেখক এ্যাডঃ দেবাহুতী চক্রবর্তী।অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন ফরিদপুর কুষ্টিয়া জেলা সহ রাজবাড়ীর জেলার সাহিত্য সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট জনেরা।
আলোচনা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল হক আলম,রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ ছিদ্দিকুর রহমান, সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠক মুনিরুল হক মুনির,কবি অধ্যাপক ছালাম তাছির, নাট্য ব্যক্তিত্ব ও লেখক খ,ম,নিজাম,কবি ওবায়েদ আকাশ, বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলার সভাপতি আতাউর রহমান,উদিচী রাজবাড়ী জেলার সাধারন সম্পাদক ইকবাল, কবি শাহেদ মুজতার,লেখক গোলাম ছড়োয়ার, কবি নেহাল আহমেদ, কবি আওয়াল,কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস,নাট্য পরিচালক অজয় দাস তালুকদার, প্রফেসর আহসানুল করিম চৌধুরী হিটু,শিক্ষাবিদ মোঃ সাইফুল্লা,বিশিষ্ট সংগঠক ফারুক হোসেন,গুনি সাংবাদিক সৌমিত্র শীল চন্দন , বিশিষ্ট জন আসিফ মাহমুদ প্রিয়তমাষু আবৃত্তি পরিষদের সভাপতি ক মেরুনা বানু মুন বিশ্ব ভরা প্রাণ সভাপতি দৈনিক রাজবাড়ী সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান
কবিতা আবৃত্তি করেন তাহমিনা মুন্নী,ফারহানা জাহান মিনি,কনা দাশ,শাহনাজ পারভীন। চমৎকার প্রাঞ্জল এই মিলন মেলা প্রতিমাসে আয়োজনের প্রত্যাশা নিয়ে অনুষ্ঠান শেষ হয়।