রাজবাড়ী ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ীতে চোর স‌ন্দে‌হে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বালিয়াকান্দীতে আলোচনা সভা রাজবাড়ী ট্রেনে কাটা পড়ে মাসুদ নামে যুবকের মৃত্যু রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান, ৩২ ডাক্তারের ১০ জনই অনুপস্থিত পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনে গোয়ালন্দে ভিক্টর ভিলেজকে ২ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ অসাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্তে শুরু হলো শতবর্ষী রামদিয়ায় ঐতিহ্যবাহী মদন মোহন পুষ্প রথযাত্রা ও ৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ শতবর্ষী উৎসব যাত্রামঞ্চের মহেন্দ্র বাবু আজ জীবনমঞ্চে একাকী খোঁজ রাখেনা কেউ বিশ্ব মা দিবস হাজারীবাগ সুবিধা বঞ্চিত মানুষের উপহার প্রদান করছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। কবিতা_মা ( আতাউর রহমান)

বেদখল জায়গা দখলমুক্ত ও নির্যাতনের প্রতিকার চেয়ে নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন।

বেদখল জায়গা দখলমুক্ত ও নির্যাতনের প্রতিকার চেয়ে নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন।

বিধান কুমার বিশ্বাস রাজবাড়ী।

রাজবাড়ীর সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুরে জামাল ফকিরের বাড়ির সামনে জেলা পরিষদের লিজকৃত জায়গায় জোর পূর্বক দখল করে প্রাচির ভাঙচুরের অভিযোগ উঠেছে চেয়ারম্যান শরিফুর রহমান সোহানসহ তার ঘনিষ্ঠ সহোযোগিদের বিরুদ্ধে।
জানাগেছে, হরিহরপুরের মৃত আহেদ আলী ফকিরের ছেলে মোঃ জামাল ফকির(৫৭) এর স্ত্রী রোকেয়া বেগমের বসত বাড়ির সামনে বেলগাছি রেলস্টেশন টু বেড়িবাঁধের রাস্তর পাশে দাদপুর মৌজার বি.এস ৩ নং খতিয়ান ভূক্ত ১৭ নং দাগের ৪৫’×১২’=৫৪০ বর্গফুট জমি রাজবাড়ী জেলা পরিষদ হতে ২০২১-২০২২ অর্থবছরের জন্য আবাসিক হিসাবে ইজারা গ্রহন করেন।

কিন্তু, প্রতিপক্ষ মোঃ শরিফুর রহমান সোহান(৪০), পিতা মৃত ফজলুর রহমান প্রামানীক স্ব-শরীরে উপস্থিত থেকে নিজে নেতৃত্ব দিয়ে একই ইউনিয়নাধিন মৃত মুন্সী প্রামানীকের ছেলে মোঃ জহিরুল প্রামানীক(৫৮), মৃত লতিফ মিয়ার ছেলে মোঃ টুটুল মিয়া(৫০), মৃত মুইগে শেখের ছেলে মোঃ মতিয়ার শেখ(৪৮), মোকছেদ শেখের ছেলে মোঃ আলামিন শেখ(৩২), কেছমত মন্ডলের ছেলে আনজু মন্ডল(৬৫), মৃত নিজাম উদ্দিন মল্লিকের ছেলে খালিদ হাসান(৩৮) সর্ব সাং খোশবাড়ীদ্বয় দাদপুর মৌজার এস.এ -০২ এর ২৬১ নং দাগ থেকে জেলা পরিষদ হতে ৫৪০ বর্গফুট ইজারা নিয়ে তফসিল বর্ণিত জায়গা ব্যাতিত ক্ষমতা ও পেশিশক্তির দাপটে রোকেয়া বেগমের বসত বাড়ির সামনে বি.এস ৩ নং খতিয়ান ভূক্ত ১৭ নং দাগে জামাল ফকিরের স্ত্রী রোকেয়া বেগমের ইজারার জায়গা বেদখল করেন। প্রতিপক্ষের বেদখলকৃত নিজ জায়গা দখলমুক্ত করার লক্ষে ইটের বাউন্ডারি করতে গেলে সোহান চেয়ারম্যান এর নেতৃত্বে প্রতিপক্ষগং নির্মাণকৃত দেওয়াল গাছের গুড়ি দিয়ে ধাক্কা দিয়ে ভেঙে ফেলেন ও প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যান।

গত ২ মে(মঙ্গলবার) বিকাল ৩ ঘটিকার জোর পূর্বক দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে রাজবাড়ী পুলিশ সুপার ও সদর থানা বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুর রহমান সোহান বলেন, আমার নেতৃত্বে দেওয়াল ভাঙার বিষয়টি মিথ্যা। জেলা পরিষদের সার্ভেয়ার এসে দেওয়াল গাঁথতে নিষেধ করেন ও তারাই ভেঙেছেন। আমি উপস্থিত ছিলাম।

Tag :
সর্বাধিক পঠিত

রাজবাড়ীতে চোর স‌ন্দে‌হে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

বেদখল জায়গা দখলমুক্ত ও নির্যাতনের প্রতিকার চেয়ে নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন।

প্রকাশিত : ০৫:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

বেদখল জায়গা দখলমুক্ত ও নির্যাতনের প্রতিকার চেয়ে নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন।

বিধান কুমার বিশ্বাস রাজবাড়ী।

রাজবাড়ীর সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুরে জামাল ফকিরের বাড়ির সামনে জেলা পরিষদের লিজকৃত জায়গায় জোর পূর্বক দখল করে প্রাচির ভাঙচুরের অভিযোগ উঠেছে চেয়ারম্যান শরিফুর রহমান সোহানসহ তার ঘনিষ্ঠ সহোযোগিদের বিরুদ্ধে।
জানাগেছে, হরিহরপুরের মৃত আহেদ আলী ফকিরের ছেলে মোঃ জামাল ফকির(৫৭) এর স্ত্রী রোকেয়া বেগমের বসত বাড়ির সামনে বেলগাছি রেলস্টেশন টু বেড়িবাঁধের রাস্তর পাশে দাদপুর মৌজার বি.এস ৩ নং খতিয়ান ভূক্ত ১৭ নং দাগের ৪৫’×১২’=৫৪০ বর্গফুট জমি রাজবাড়ী জেলা পরিষদ হতে ২০২১-২০২২ অর্থবছরের জন্য আবাসিক হিসাবে ইজারা গ্রহন করেন।

কিন্তু, প্রতিপক্ষ মোঃ শরিফুর রহমান সোহান(৪০), পিতা মৃত ফজলুর রহমান প্রামানীক স্ব-শরীরে উপস্থিত থেকে নিজে নেতৃত্ব দিয়ে একই ইউনিয়নাধিন মৃত মুন্সী প্রামানীকের ছেলে মোঃ জহিরুল প্রামানীক(৫৮), মৃত লতিফ মিয়ার ছেলে মোঃ টুটুল মিয়া(৫০), মৃত মুইগে শেখের ছেলে মোঃ মতিয়ার শেখ(৪৮), মোকছেদ শেখের ছেলে মোঃ আলামিন শেখ(৩২), কেছমত মন্ডলের ছেলে আনজু মন্ডল(৬৫), মৃত নিজাম উদ্দিন মল্লিকের ছেলে খালিদ হাসান(৩৮) সর্ব সাং খোশবাড়ীদ্বয় দাদপুর মৌজার এস.এ -০২ এর ২৬১ নং দাগ থেকে জেলা পরিষদ হতে ৫৪০ বর্গফুট ইজারা নিয়ে তফসিল বর্ণিত জায়গা ব্যাতিত ক্ষমতা ও পেশিশক্তির দাপটে রোকেয়া বেগমের বসত বাড়ির সামনে বি.এস ৩ নং খতিয়ান ভূক্ত ১৭ নং দাগে জামাল ফকিরের স্ত্রী রোকেয়া বেগমের ইজারার জায়গা বেদখল করেন। প্রতিপক্ষের বেদখলকৃত নিজ জায়গা দখলমুক্ত করার লক্ষে ইটের বাউন্ডারি করতে গেলে সোহান চেয়ারম্যান এর নেতৃত্বে প্রতিপক্ষগং নির্মাণকৃত দেওয়াল গাছের গুড়ি দিয়ে ধাক্কা দিয়ে ভেঙে ফেলেন ও প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যান।

গত ২ মে(মঙ্গলবার) বিকাল ৩ ঘটিকার জোর পূর্বক দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে রাজবাড়ী পুলিশ সুপার ও সদর থানা বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুর রহমান সোহান বলেন, আমার নেতৃত্বে দেওয়াল ভাঙার বিষয়টি মিথ্যা। জেলা পরিষদের সার্ভেয়ার এসে দেওয়াল গাঁথতে নিষেধ করেন ও তারাই ভেঙেছেন। আমি উপস্থিত ছিলাম।