রাজবাড়ী ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আজ মহান মে দিবস কবিতা “আবুল কালাম আজাদ “

আবুল কালাম আজাদ ( কবিতার লেখক)

শ্রমিক দিবস কবিতা আবুল কালাম আজাদ

শ্রমিক আমার প্রানের বন্ধু
মনের বন্ধু বটে,
শ্রমিকের ঘাম অনেক দামি
তারাই মানুষ তটে।

শ্রমিক যারা ভাল রে ভাই
নামি মানুষ দেশে,
দেহ-যৌবন বিলিয়ে দেয়
জীবন বাজি রেখে।

শ্রমজীবী মানুষ যারা
বড়ই সাদা সিধে,
অল্প খাবার মুখে পেলেই
মিটিয়ে যায় ক্ষিধে।

এদের খোজ কেউ নেয় না
মে দিবস এলে,
দেশ জুড়ে তাদের কথা
সবাই মুখে বলে।

লেখক
আবুল কালাম আজাদ

Tag :

আজ মহান মে দিবস কবিতা “আবুল কালাম আজাদ “

প্রকাশিত : ০৭:১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

আবুল কালাম আজাদ ( কবিতার লেখক)

শ্রমিক দিবস কবিতা আবুল কালাম আজাদ

শ্রমিক আমার প্রানের বন্ধু
মনের বন্ধু বটে,
শ্রমিকের ঘাম অনেক দামি
তারাই মানুষ তটে।

শ্রমিক যারা ভাল রে ভাই
নামি মানুষ দেশে,
দেহ-যৌবন বিলিয়ে দেয়
জীবন বাজি রেখে।

শ্রমজীবী মানুষ যারা
বড়ই সাদা সিধে,
অল্প খাবার মুখে পেলেই
মিটিয়ে যায় ক্ষিধে।

এদের খোজ কেউ নেয় না
মে দিবস এলে,
দেশ জুড়ে তাদের কথা
সবাই মুখে বলে।

লেখক
আবুল কালাম আজাদ