রাজবাড়ী ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় কর্মস্থলে ফেরা মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক।।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

শুক্রবার ঈদের পর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে ফেরি ও লঞ্চে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়। গত কয়েক দিনের চাইতে যাত্রীবাহি বাসের চাপ বেশি দেখা গেছে। ভিড় থাকলেও মহাসড়ক, ফেরি ও লঞ্চে যাত্রীদের কোন ভোগান্তিতে পরতে হয়নি। যানজট না থাকায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে যেতে পারছে।

এদিকে প্রতিটি লঞ্চে ধারন ক্ষমতার চাইতে বেশি যাত্রী নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেড়শ থেকে ১৮০ জন যাত্রী পারাপারের কথা থাকলেও লঞ্চগুলোতে দুইশ পঞ্চাশ থেকে তিনশ যাত্রী পারাপার করা হয়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরি ও ১৬টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

Tag :

দৌলতদিয়ায় কর্মস্থলে ফেরা মানুষের ভিড়

প্রকাশিত : ০৪:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

শুক্রবার ঈদের পর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে ফেরি ও লঞ্চে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়। গত কয়েক দিনের চাইতে যাত্রীবাহি বাসের চাপ বেশি দেখা গেছে। ভিড় থাকলেও মহাসড়ক, ফেরি ও লঞ্চে যাত্রীদের কোন ভোগান্তিতে পরতে হয়নি। যানজট না থাকায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে যেতে পারছে।

এদিকে প্রতিটি লঞ্চে ধারন ক্ষমতার চাইতে বেশি যাত্রী নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেড়শ থেকে ১৮০ জন যাত্রী পারাপারের কথা থাকলেও লঞ্চগুলোতে দুইশ পঞ্চাশ থেকে তিনশ যাত্রী পারাপার করা হয়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরি ও ১৬টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।