
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী জেলার সূর্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে পড়া লেখা করছে। মেয়ে হতদরিদ্র দিনমজুর বাবা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে টাকার অভাবে প্রায় বিনা চিকিৎসায় অসহনীয় দিনাতিপাত করছেন। স্থানীয়ভাবে চিকিৎসা নেবার পর ও বর্তমানে বর্তমানে ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন চলছে। কিন্তু টাকার অভাবে গতমাসেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী পঁচিশটি থেরাপির মধ্যে ধার-দেনা করে দশটি নিলেও বাকী পনেরটিই নিতে পারেননি। রোগীর ব্যয়বহুল চিকিৎসা করাতে অসহায় পরিবারটি সর্বশান্ত হয়ে পথে বসার উপক্রম প্রায়। এ অবস্থায় একটি অসহায় মেয়ের জীবন বাঁচাতে উপযুক্ত চিকিৎসা করাতে আর্থিক সহায়তার জন্য সমাজের সহৃদয় বিত্তবানদের প্রতি আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। যোগাযোগের জন্য কন্টাক্ট নাম্বার৷ ০১৯২০৮৬২৮৫১ (বিকাশ),সরাসরি, মেয়েটির বাবা
