
মোঃ আজমল হোসেন ( বালিয়াকান্দি প্রতিনিধি)
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাজারের ৪টি দোকান আগুনে পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
শনিবার(১৫ এপ্রিল) ভোর ৪টার দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে রুবেলের মোটর সাইকেল গ্যারেজ থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, আগুনে জামালপুর বাজারের রুবেলের মোটর গ্যারেজে থাকা ২টি মোটরসাইকেল ও মালামালসহ ৫ লক্ষাধিক টাকা, সোহানের থাই গ্লাসের দোকানে এক লক্ষাধিক টাকা, কার্তিকের থাই গ্লাসের দোকানের ৫ লক্ষাধিক টাকা, জিলাল শেখের সিমেন্টের দোকানে ৬ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সম্পর্কে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সৈয়দ সরাফত আলী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা।