
সুজল খাঁন,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ৪০ জন আহত হয়েছে। স্থানীয় বাসিন্দা মোঃ রাজিব হোসেন জানায় মঙ্গলবার সকাল ৯ টায় মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালি ইউনিয়নের ঘোপঘাট আইডিয়াল ল্যাব এন্ড হসপিটালের সামনে গোল্ডেন লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেলে বাসের ৪০জন যাত্রী আহত হয়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদেরকে আইডিয়াল ল্যাব এন্ড হসপিটাল এবং মধুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মধুখালীতে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে করিমপুর হাইওয়ে পুলিশের ওসি কঙ্কন বলেন ঝিনাইদাহ থেকে ছেড়ে আসা একটি গাড়ি মাঝিবাড়ি পার হলে অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্বা লাগলে ড্রাইভার ও হেলপার সহ কয়েক যাত্রী আহত হয়।এ ঘটনায় কেও নিহত হয়নি। ঘটনার সংবাদ পেয়ে আমাদের একটি টিম সেখানে ছুটে যায়।