
নিত্য নতুন সকল সংবাদ আরও দ্রুততার সাথে জনমানুষের কাছে পৌঁছে দিতে আমরা সুযোগ দিতে চাই নির্ভীক,উদ্যমী এবং সাংবাদিকতা করতে ইচ্ছুক নবীনদের।আর এ জন্যই চলার পথে নবীনদের সারথি করতে ফরিদপুর রাজবাড়ী (কলেজ-বিশ্ববিদ্যালয়, জেলা-উপজেলা ও থানা) পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।
প্রয়োজনীয় যোগ্যতাঃ
১. সাংবাদিকতা করার প্রবল মানসিক ইচ্ছা।
২. পরিশ্রমী হতে হবে।
৩. অনুসন্ধানী মানসিকতা।
৪. কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় সে সম্পর্কে ধারণা।
৫. লেখালেখির যোগ্যতা।
৬. ভাষাগত দক্ষতা।
যেসব বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করা যাবে-
রাজবাড়ী সরকারি কলেজ / ডাঃ আবুল হোসেন ডিগ্রী কলেজ / ফরিদপর রাজেন্দ্র কলেজ সহ ফরিদপুর ইয়াছিন কলেজ / ফরিদ পুর সরকারি কলেজ
প্রতিটি তথ্য, ছবি এবং ভিডিও ফুটেজ দ্রুত সংগ্রহ করে অফিসে পাঠাতে সক্ষমরাই কেবল আবেদন
প্রার্থীর যোগ্যতা: অভিজ্ঞতা থাকলে শিথিল যোগ্য।
আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :
* ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের whatsapp +9660545211472
* ই-মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject-এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি।
* আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে।
* পরিশ্রমী, মেধাবী এবং আগ্রহী অভিজ্ঞ/নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।
* নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।
* প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% মাসিক বেতন আকারে দেয়া হবে। বিজ্ঞাপন না দিলে কোন প্রকার বেতন পাবে না।
* নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
* অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
* নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে।
* নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।
* প্রতিনিধিদের নিউজ অবশ্যই ইউনিকোড বা বিজয় ফরমেটে পাঠাতে হবে।
বি:দ্র: দৈনিক রাজবাড়ী সময় পত্রিকা কোন গ্রুপ কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থ দ্বারা পরিচালিত নয়। নিজস্ব আয়ে পত্রিকা পরিচালিত হয়।দৈনিক রাজবাড়ী সময় পত্রিকাকে নিজের পত্রিকা ভাবতে পারলেই আবেদন করবেন। বিস্তাতির জানতে পত্রিকা ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক
মোঃ আনিসুর রহমান
মোবাইল নং ০১৭২৯৪৩৮৯৩১
প্রধান উপদেষ্টা: মোঃ নাসির উদ্দিন সরদার
রাজনৈতিক ও সঙ্গীত ব্যক্তিত্ব।
ঢাকা হেড অফিস :
World Visa Solutions
(ওয়ার্ল্ড ভিসা সলিউশনস)।
বিটিআই সেন্ট্রাল প্লাজা, অফিস নম্বর: B7 (লিফটের ৭), ফার্মগেট, তেজগাঁও, ঢাকা – ১২১৫।
ফোন নম্বর: 01777555173
রাজবাড়ী অফিস কার্যলায়
রাজবাড়ী জেলা স্কুলে সামনে ইংলিশ মার্কেট ২য় তলা
ইমেইলঃ [email protected]
www.dailyRajbariSomoy.com
অনলাইন নিউজ পোর্টাল তথ্য মন্ত্রণালয় কতৃক নিবন্ধনের জন্য প্রক্রিয়াধীন