
স্টাফ রিপোর্টার

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি,একুশের এই কাল জয়ী সুর আজ আকাশে বাতাশে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশ,একুশে ফেব্রুয়ারি ২০২৩। রাজবাড়ীতে অমর একুশ উপলক্ষে রাবেয়া- কাদের ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপি এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । রাবেয়া- কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃনজরুল ইসলাম এর তত্ত্বাবধানে সকাল আটটায় রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান শুরু হয়। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শুরু হয়।এ সময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিনের অনুষ্ঠান সূচিতে চিত্রাংকন,আবৃত্তি,সংগীত,সুন্দর হাতের লেখা, বানান শুদ্ধ কারণ আর ছিল অভিনয় প্রতিযোগিতা। প্রায় অর্ধ শতাধিক এর উপরে শিক্ষার্থী প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠান সূচিতে আরও ছিল রাবেয়া- কাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধা বৃত্তি প্রদান।বিকেলে বিজয়ী প্রতিযোগি দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় মোর্শেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধুরা রাশেদ’ মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হয়। এ ছাড়া দিনব্যপী স্কুল মাঠে ছিল একুশ ও মুক্তিযোদ্ধা ভিত্তক দুর্লভ চিত্র প্রদর্শনী। অনুষ্ঠান শিক্ষার্থী প্রতিযোগী,অভিভাবক,প্রতিযোগিতা মূল্যায়নের বিচারক মন্ডলী, এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিল। এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের ও বীর মুক্তিযুদ্ধ ফকির আব্দুল জব্বার,বীর মুক্তিযোদ্ধা জাহান মিয়া, মোস্তফা কামাল, চিত্রশিল্পী গোলাম আলী,অরনী সংগীত নিকেতনের সভাপতি মনিরুল হক, বিশ্বভারা প্রাণের সভাপতি মোঃআতাউর রহমান,দৈনিক আমাদের রাজবাড়ীর সম্পাদক ফকির রুমন,কবি ওবায়েদ আকাশ, চিত্রশিল্পী রাজকুমার পাল, সোহান মোল্লা,আরডিএ সেক্রেটারি মোঃ ফারুক উদ্দিন,নিলয় সাহা নীল প্রমুখ।রাতে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের অনুষ্ঠান কর্মসূচি শেষ হয়।
