
স্টাফ রিপোর্টার

রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তিতে চার দিনব্যাপী নাট্যোৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। আজ ৯ ফেব্রুয়ারি বেলা সাড়ে দশটায় এক শোভাযাত্রা আজাদী ময়দান থেকে শুরু হয়। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক হয়ে বাজার প্রদক্ষিণ করে আজাদী ময়দানে শেষ হয়। আজাদী ময়দান প্রাঙ্গনে উদ্বোধক প্রবীর গুহ ও বিশেষ অতিথি নাসিম শফি দুজন দুটি শ্বেত পায়রা উড়িয়ে দেন।ভারতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।এ সময় জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। পরে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বিকাল পাঁচটায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সংবর্ধনা দেয়া হয়।প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যজন ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব নাসিম শফি ও বিশিষ্ট নাট্যজন ঝুনা চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজবাড়ী থিয়েটারের সভাপতি জনাব আসাদুজ্জামান চৌধুরী বাবলা। অনুষ্ঠানে পাঁচজন বিশিষ্ট নাট্যজন ব্যক্তিত্বকে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধিতরা হলেন সৌমেন্দ্রনাথ পাল, গোলাম মাওলা চৌধুরী সেলিম, প্রফেসর সৈয়দ আশরাফ আলী, ওলিউল হাসান মঞ্জু,ও এম বাচ্চু রহমান।এদিন রাত আটটায় অনুষ্ঠিত হয় নাটক “কবর, পরিবেশনায় রাজবাড়ী থিয়েটার,অতিথি ছিলেন -মঙ্গল নাটের সাধারণ সম্পাদক ফকির জাহিদুল ইসলাম রুমন।১০ ফেব্রুয়ারি শুক্রবার থাকবে সকাল দশটায় থিয়েটার আড্ডা ও স্মৃতিচারণ অনুষ্ঠান।সন্ধ্যা ৬.৩০ মিনিটে থাকবে নাটক “উর্ণাজাল, পরিবেশনায় বাতিঘর ঢাকা,অতিথি- থাকবেন রাজবাড়ী আবৃতি পরিষদের সভাপতি নুরুল হক আলম। ১১ই ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫ টায় নাট্য কর্মী সমাবেশ,সন্ধ্যা ৬.৩০মিনিটে পরিবেশিত হবে নাটক” মাংকি ট্রায়াল, পরিবেশনায় বাতিঘর ঢাকা।
অতিথি থাকবেন- সাইফুল হাসান মিলন জেলা কালচারাল অফিসার ফরিদপুর। রাত ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে নাটক চন্দ্রগ্রহণ,পরিবেশনায় স্বদেশ নাট্যাঙ্গন রাজবাড়ী। অতিথি থাকবেন জনাব পার্থপ্রতিম দাস,জেলা কালচারাল অফিসার রাজবাড়ী।
১২ ফেব্রুয়ারি রোববার বিকেল পাঁচটায় সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে থাকবেন রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি থাকবেন মহিলা আসন ৩৩৪ এর মাননীয় জাতীয় সংসদ সদস্য,সালমা চৌধুরী রুমা, রাজবাড়ীর জেলা পরিষদ চেয়ারম্যান জনাব শফিকুল মোর্শেদ আরুজ ও নাট্যকলা বিভাগের শিক্ষকওগবেষকড.বিপ্লববালা,সভাপতিত্বে থাকবেন রাজবাড়ী থিয়েটারের সভাপতিজনাবআসাদুজ্জামান চৌধুরী বাবলা। সমাপনী দিনে সন্ধ্যা ৬.৩০মিনিটে অনুষ্ঠিত হবে নাটক “লংমার্স, পরিবেশনায় অল্টারনেটিভ লিভিং থিয়েটার, কলকাতা ভারত।অতিথি- থাকবেন ডাঃ বিপ্লব বালা।রাত৮:৩০মিনিটেঅনুষ্ঠিতহবেনাটক”সাইরেন,পরিবেশনায় বাংলা থিয়েটার ফরিদপুর। অতিথি থাকবেন -আব্দুস সাত্তার বাবলা নাট্যকর্মী রাজবাড়ী থিয়েটার। এ দিন রাতে নামবে চার দিনের নাট্যোৎসবের পর্দা।
