
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে আনসার-ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে গোয়ালন্দ উপজেলা মাঠ চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপজেলায় ২৫০ জন আনসার-ভিডিপি, গ্রাম প্রতিরক্ষা সদস্য ও ৫০ জন সাধারণ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের পরিচালক মো. রফিকুল ইসলাম, পরিচালক অপারেশন মো. কামরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন,
রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, গোয়ালন্দ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন প্রমুখ।