
হাসান ভূঁইয়া,( নিজস্ব প্রতিবেদক)
রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের একঝাঁক তরুণের উদ্যোগে অর্ধশতাধিক শীতার্ত অসহায় ও গরীবের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (০১ জানুয়ারী) বিকেল থেকে রাত পর্যন্ত জেলার সদর উপজেলার বাজিত পুর,খালিশা সোনাপুর, মহারাজপুর, উদয়পুরসহ বিভিন্ন এলাকার ছিন্নমূল অসহায় ও গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ কার্যক্রম পরিচালনার সময় জিল্লু সরদার, রিয়ন সরদার, সাহান, রোমান, ইয়াছিন, ইসমাইল সিকদার সহ অনেকে উপস্থিত ছিলেন।
কার্যক্রম পরিচালনাকারীদের একজন জিল্লু সরদার জানান, অসহায় ও দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াতে চান তারা। এরই অংশ হিসেবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। মানবসেবায় এসব কার্যক্রম অব্যাহত থাকবে। তরুণদের মানবসেবায় নিয়োজিত করতেই আমাদের এই উদ্যোগ।