
ষ্টাফ রিপোর্টার

রাজবাড়ী সাহিত্য পরিষদের উদ্যোগে নিয়মিত সাহিত্য বৈঠকে গতকাল ৩০ ডিসেম্বর শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
“অন্তপ্রাণ সাধুসঙ্গ ও ভাবদর্শন” বিষয়ে বৈঠকে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লালন অনুসারী ফকির হৃদয় সাঁই, আলোচক সদর উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট সংস্কৃতিব্যক্তিত্ব এ্যাড.ইমদাদুল হক বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রফেসর আলতাফ হোসেন, আতিকা বেগম রাশি, আজিজা খানম, সুজয় কুমার পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি খোকন মাহমুদ।অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন অবিনাশ বাউল ও শারমীন।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবোল তাবোল সংগঠনের সভাপতি দেবাহুতি চক্রবর্তী, রাজবাড়ী কিন্ডারগার্ডেনের প্রিন্সিপাল নুরুল হক আলম, নাট্যজন ম, নিজাম, কবি ডাঃ সৈয়দ মজনু, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি ও কবি সালাম তাসির, বিশ্ব ভরা প্রাণের সভাপতি মোঃ আতাউর রহমান, স্বদেশ নাট্যাঙ্গনের সম্পাদক অজয় দাস তালুকদার, লালন একাডেমির সেক্রেটারী আব্দুর রাজ্জাক রাজু,বিশিষ্ট ফটোগ্রাফার আব্দুল হালিম বিশ্বাস, প্রবাসী লেকখ ইউসুফ কামাল, কমল কে সরকার, সংস্কৃতিজন মোঃ লিয়াকত আলী চৌধুরী,ছায়া চক্রবর্তী সমাজসংস্কারবাদী মুক্ত চিন্তক মোহিতুল আলম বেলাল, নাট্যব্যক্তিত্ব ওয়ালিউল হাসান মঞ্জু, নাট্যজন রেজা, কবি ইউসুফ বাশার আকাশ, কবি আশ্রাব বাবু কবি মোঃ আলাউল হক বিশ্বাস, কবি সাহেদ মুশতার,কবি নেহাল আহমেদ কবি তাহমিনা মুন্নী ,সাংবাদিক ও রম্য লেখক সৌমিত্র শীল চন্দন, সাংবাদিক মামুন প্রমুখ। সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের ফরিদপুর রাজবাড়ীর আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিতছিলেন।
এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক আমাদের রাজবাড়ী।
