রাজবাড়ী ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের জনপ্রিয় ফোক শিল্পী রাখি শবনম

বিনোদন ডেক্সঃ
চলতি প্রজন্মের জনপ্রিয় ফোক সংগীত শিল্পী রাখি শবনম। স্টেজ ও নতুন গানে বেশ সময় পার করছেন এই ফোক শিল্পী রাখি শবনম। তার কন্ঠে আর টিভি রিয়েলিটি শো বাংলার গায়েনের বেশ কিছু গান প্রশংসিত হয়েছে। এর বাহিরে বেশ কিছু মৌলিক গান রয়েছে প্রকাশের অপেক্ষায়।গান নিয়ে ব্যস্ততা কেমন যাচ্ছে এ প্রসঙ্গে ফোক শিল্পী রাখি শবনাম জানান, ব্যস্ততার মধ্য দিয়েই সময় পার করছি এবং স্টেজের মৌসুম চলে আসছে। এখন নিয়মিত শো করতে হবে দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন স্থানে। এরই মধ্যে শো শুরু করেছি। আমার জন্ম যেহেতু কুষ্টিয়ার মরমী কবি লালন সাঁইজির ধামের পাশেই তাই খুব ছোট বেলা থেকেই লালন সংগীতের উপর বেশি ঝোঁক দেই। এবং আমার বাবাও একজন লালন সংগীত ঘরনার মানুষ ছিলেন তার সুবাদেই আমার এ সংগীত জীবনে পদার্পণ। বর্তমানে আমি বাংলাদেশ টেলিভিশন ও বেতার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির একজন নিয়মিত শিল্পী। এখন বর্তমানে লালন গানের বাহিরেও নিজের বেশ কিছু মৌলিক গান করার চেষ্টা করছি। স্টেজ শো এর পাশাপাশি কিছু চ্যানেলের লাইভন রেকর্ডিং অনুষ্ঠানে ব্যস্ততা যাচ্ছে। আমার বিশ্বাস গানগুলো প্রকাশ হলে শ্রোতাদের অনেক ভালো লাগবে।

Tag :

বাংলাদেশের জনপ্রিয় ফোক শিল্পী রাখি শবনম

প্রকাশিত : ০৩:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেক্সঃ
চলতি প্রজন্মের জনপ্রিয় ফোক সংগীত শিল্পী রাখি শবনম। স্টেজ ও নতুন গানে বেশ সময় পার করছেন এই ফোক শিল্পী রাখি শবনম। তার কন্ঠে আর টিভি রিয়েলিটি শো বাংলার গায়েনের বেশ কিছু গান প্রশংসিত হয়েছে। এর বাহিরে বেশ কিছু মৌলিক গান রয়েছে প্রকাশের অপেক্ষায়।গান নিয়ে ব্যস্ততা কেমন যাচ্ছে এ প্রসঙ্গে ফোক শিল্পী রাখি শবনাম জানান, ব্যস্ততার মধ্য দিয়েই সময় পার করছি এবং স্টেজের মৌসুম চলে আসছে। এখন নিয়মিত শো করতে হবে দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন স্থানে। এরই মধ্যে শো শুরু করেছি। আমার জন্ম যেহেতু কুষ্টিয়ার মরমী কবি লালন সাঁইজির ধামের পাশেই তাই খুব ছোট বেলা থেকেই লালন সংগীতের উপর বেশি ঝোঁক দেই। এবং আমার বাবাও একজন লালন সংগীত ঘরনার মানুষ ছিলেন তার সুবাদেই আমার এ সংগীত জীবনে পদার্পণ। বর্তমানে আমি বাংলাদেশ টেলিভিশন ও বেতার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির একজন নিয়মিত শিল্পী। এখন বর্তমানে লালন গানের বাহিরেও নিজের বেশ কিছু মৌলিক গান করার চেষ্টা করছি। স্টেজ শো এর পাশাপাশি কিছু চ্যানেলের লাইভন রেকর্ডিং অনুষ্ঠানে ব্যস্ততা যাচ্ছে। আমার বিশ্বাস গানগুলো প্রকাশ হলে শ্রোতাদের অনেক ভালো লাগবে।