
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১০:০০ ঘটিকার সময়
জেলা শহরের বধ্যভূমিতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী এমপির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন: জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকীর আব্দুল জব্বার, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক- শেখ সোহেল রানা টিপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- শফিকুল ইসলাম শফি সহ অন্যান্যরা প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন: জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক- এ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক- শেখ সোহেল রানা টিপু বলেন, আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন জাতি মহান মুক্তিযুদ্ধে ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করবে। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। তারা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে। বিশেষ করে ১৪ ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বলেন, ১৯৭১ সালের এ দিনে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ঘৃণ্য হত্যাকান্ড সংগঠিত হয়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর সারা দেশের বিভিন্ন স্থানের ন্যায় রাজবাড়ী শহরের বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। আমরা এ নির্মম ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।
এসময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।