
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এ সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনে ৫ জন সভাপতি ও ৩ জন সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। আগামী দুই-তিন দিনের মধ্যে কমিটি ঘোষনা হবে। পাঁচুরিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা এবং পায়ড়া উড়িয়ে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান শরিফ।
পাঁচুরিয়া ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো. শওকত হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী খান, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট মো. ইয়াসির আরাফাত রামিম, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহব্বায়ক মো. আবুল হোসেন শিকদার, পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মো. নুরুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজের মওলা নজরুল, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো. রাশেদ আহম্মেদ হিরু, বসন্তপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন ফকির শাফিন প্রমূখ।