রাজবাড়ী ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
বালিয়াকান্দিতে বিএনপি নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ রাজবাড়ীর কালুখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায়  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কবিতা : চোখের আর্শিতে মোহ রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি শওকত গ্রেপ্তার বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ১০ম হতে ৯ম গ্রেড-এ উন্নীতকরণের দাবীতে রাজবাড়ী জেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান কবিতা : চোখ চাতুর্যে ডি. বি. পি বাজারে পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে বাজার পরিচালনা কমিটির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

গোয়ালন্দে ঋণের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের ২০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও।

গোয়ালন্দে ঋণের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের ২০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও।

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) অসহায় মানুষদের কাছ থেকে ঋণের প্রলোভন দেখিয়ে ২০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে উধাও হওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে ভূক্তভোগী সাইদুল ইসলাম গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সাইদুল ইসলাম বলেন, উজানচর জামতলা হাটে তার রিকশার যন্ত্রাংশের দোকানে সংস্থার কর্মকর্তারা এসে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। তবে, ঋণ পেতে হলে ৮০ হাজার টাকা সঞ্চয় ও ৫ হাজার টাকা বীমা বাবদ জমা দিতে বলা হয়। তিনি এই ঋণের প্রলোভন ৮৫ হাজার ৫০০ টাকা জমা দেন। নির্ধারিত সময়ে ঋণ নিতে গেলে দেখতে পান, অফিস তালাবদ্ধ এবং সংস্থার কর্মকর্তাদের মোবাইল ফোনও বন্ধ।

তিনি আরও বলেন তার মতো অনেকের ঋণের প্রলোভনে পড়ে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছে। এতে অন্তত ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। ভবনের মালিক প্রান্তি সুলতানা বলেন, সংস্থাটি প্রতি মাসে সাত হাজার টাকা ভাড়ার শর্তে তিন বছরের জন্য অফিসটি ভাড়া নেয়। তবে, চুক্তিপত্র পরে সরবরাহের প্রতিশ্রুতি দেয়। হঠাৎ করেই তারা রাতের অন্ধকারে অফিস তালা দিয়ে পালিয়ে গেছে।

ঊষার আলো ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার পরিচয়দানকারী মোঃ রুবেল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন বলেন, “আমি গত রবিবারে জানতে পেরেছি যে, ‘উষার আলো ফাউন্ডেশন’ নামে একটি এনজিও এ উপজেলায় কার্যক্রম চালাচ্ছে। তাদের কাগজপত্র জমা দিতে বলি, তারা দুই দিনের মধ্যে দেওয়ার কথা বলে। আজ জানতে পারলাম তারা পালিয়ে গেছে। সংস্থাটি আমাদের রেজিস্ট্রেশন তালিকায় নেই।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

বালিয়াকান্দিতে বিএনপি নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন

গোয়ালন্দে ঋণের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের ২০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও।

প্রকাশিত : ০৯:০০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

গোয়ালন্দে ঋণের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের ২০ লক্ষাধিক টাকা নিয়ে উধাও।

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) অসহায় মানুষদের কাছ থেকে ঋণের প্রলোভন দেখিয়ে ২০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে উধাও হওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে ভূক্তভোগী সাইদুল ইসলাম গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সাইদুল ইসলাম বলেন, উজানচর জামতলা হাটে তার রিকশার যন্ত্রাংশের দোকানে সংস্থার কর্মকর্তারা এসে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। তবে, ঋণ পেতে হলে ৮০ হাজার টাকা সঞ্চয় ও ৫ হাজার টাকা বীমা বাবদ জমা দিতে বলা হয়। তিনি এই ঋণের প্রলোভন ৮৫ হাজার ৫০০ টাকা জমা দেন। নির্ধারিত সময়ে ঋণ নিতে গেলে দেখতে পান, অফিস তালাবদ্ধ এবং সংস্থার কর্মকর্তাদের মোবাইল ফোনও বন্ধ।

তিনি আরও বলেন তার মতো অনেকের ঋণের প্রলোভনে পড়ে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছে। এতে অন্তত ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। ভবনের মালিক প্রান্তি সুলতানা বলেন, সংস্থাটি প্রতি মাসে সাত হাজার টাকা ভাড়ার শর্তে তিন বছরের জন্য অফিসটি ভাড়া নেয়। তবে, চুক্তিপত্র পরে সরবরাহের প্রতিশ্রুতি দেয়। হঠাৎ করেই তারা রাতের অন্ধকারে অফিস তালা দিয়ে পালিয়ে গেছে।

ঊষার আলো ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার পরিচয়দানকারী মোঃ রুবেল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন বলেন, “আমি গত রবিবারে জানতে পেরেছি যে, ‘উষার আলো ফাউন্ডেশন’ নামে একটি এনজিও এ উপজেলায় কার্যক্রম চালাচ্ছে। তাদের কাগজপত্র জমা দিতে বলি, তারা দুই দিনের মধ্যে দেওয়ার কথা বলে। আজ জানতে পারলাম তারা পালিয়ে গেছে। সংস্থাটি আমাদের রেজিস্ট্রেশন তালিকায় নেই।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।