
অপারেশন ডেভিল হান্টে চেয়ারম্যানসহ গ্রেফতার ৪
রাজবাড়ী প্রতিনিধি:
ডেভিল হান্ট অপারেশনে রাজবাড়ী জেলার কালুখালীর মৃগী ইউপি চেয়ারম্যান এম এ মতিনসহ আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ীর কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৃগী ইউপি চেয়ারম্যান এম এ মতিন (৩৭) রাজবাড়ী বিনোদপুরের মৃত রুস্তম আলীর ছেলে পৌর যুবলীগের সাধারন সম্পাদক শাফায়েত আলী (৫৮)পৌর যুবলীগের সহ প্রচার সম্পাদক সিয়াদত আলী ওরফে টগর (৫৫) ও পৌরসভা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী টুটুল (৫৩)।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মফিজুল ইসলাম জানান, রাজবাড়ী ডিবি পুলিশের পৃথক অভিযানে দুপুর ১২টার দিকে শহরের মারোয়ারী পট্টি এলাকা থেকে আওয়ামী লীগ-যুবলীগের ৩ জন নেতা এবং সন্ধার পর কালুখালীর মৃগী বাজার থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মৃগী ইউপি চেয়ারম্যান এম এ মতিনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।