
স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ০১ (এক) টি ওয়ান শ্যূটার গান সহ আটক হয়েছে ভারতে পালিয়ে থাকা সম্রাট বাহিনীর সক্রিয় দুই সদস্য।
গেল ২৯-০৫-২০২৪ ইং তারিখে রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মোঃ হাসানুর রহামন এর নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন সরিষা খামারডাঙ্গা সাকিনস্থ বঙ্গবন্ধু সরকারি কলেজের পশ্চিম পাশের টিনশেড ভবনের ২নং কক্ষের সামনে বারান্দা থেকে ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী সম্রাট বাহিনীর সক্রিয় দুই সদস্য
১, দ্বিগ বিজয় মন্ডল (২০), পিতা-বিশ্বজিৎ মন্ডল, মাতা-সবিতা রানী, সাং-নাওড়া বন গ্রাম, ইউপি-সরিষা, থানা-পাংশা, এবং
২, মোঃ মামুন শেখ (২৩), পিতা-মোঃ ফরিদ শেখ, মাতা-জবেদা বেগম, সাং-ছোট নুরপুর, থানা-রাজবাড়ী সদর,
উভয় জেলা-রাজবাড়ীদ্বয়েকে ০১(এক) টি লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শ্যূটার গান সহ আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রকাশ করে যে, তারা বিভিন্ন সময়ে সম্রাটের নির্দেশে পাংশা থানা এলাকা সহ আশপাশ এলাকায় নিরীহ মানুষদেরকে অস্ত্র দ্বারা ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল । তারই ধারাবাহিকতায় ঘটনাস্থল এলাকায় সম্রাট বাহিনীর আধিপত্য বিস্তার এবং এলাকায় ত্রাস সৃষ্টি করার জন্য আসামীদ্বয় অস্ত্র সহ অবস্থান করছিলো।
আসামী মোঃ মামুন শেখ এর বিরুদ্ধে ইতো পূর্বে আরো একটি অস্ত্র মামলা রয়েছে বলে তথ্য পাওয় যায়।
উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী পাংশা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।