রাজবাড়ী ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে গোল্ডেন A+ পাওয়া দরিদ্র ঘরের রাফেজা আর কি পড়াশোনা করবে না

 

রাজু আহমেদ, রাজবাড়ী

দু শতাংশ জমির ওপর বসতি ভিটা,পাটখড়ি বেড়া দিয়ে একটি ছাপড়া ঘর, ছয়সদস্য পরিবারের গাদাগাদি করে থাকা,সহায় সম্বল বলতে এতটুকু, বলছিলাম গোয়ালন্দ উপজেলার তেনাপচার গ্রামের প্রান্তিক কৃষক আলেক শেখের কথা।

দিন আনা দিন খাওয়া এমন একটি পরিবারের সামর্থ ছিলো না মেয়েকে প্রাইভেট পড়ানোর,দিতে পারেনি পড়াশোনার কোন সুযোগ সুবিধা, না জুটেছে চেয়ার টেবিল, ভালো খাবার, পোশাক। এমনি শতপ্রতিকূলতা ডিঙিয়ে এবার
বরাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমী থেকে বিজ্ঞান বিভাগ হতে গোল্ডেন (এ প্লাস) পেয়েছে আলেখ শেখের মেয়ে অদম্য মেধাবী মোছাঃ রাফেজা খাতুন। নিজের সীমাহীন চেষ্টা আর স্কুল শিক্ষকদের সহযোগিতা এমন ফলাফল করেছেন তিনি। মেয়ের এমন ভালো ফলাফলে পরিবারে খুশির পাশাপাশি দেখা দিয়েছে দুশ্চিন্তা। কেননা বাবার সামর্থ নেই মেয়েকে আরও পড়াশোনা করানোর। এমন কেউ কী আছেন রাফেজার পাশে দাঁড়ানোর?
সরাসরি যোগাযোগ
মোবাইলঃ +8801323636247

Tag :

রাজবাড়ীতে গোল্ডেন A+ পাওয়া দরিদ্র ঘরের রাফেজা আর কি পড়াশোনা করবে না

প্রকাশিত : ০১:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

 

রাজু আহমেদ, রাজবাড়ী

দু শতাংশ জমির ওপর বসতি ভিটা,পাটখড়ি বেড়া দিয়ে একটি ছাপড়া ঘর, ছয়সদস্য পরিবারের গাদাগাদি করে থাকা,সহায় সম্বল বলতে এতটুকু, বলছিলাম গোয়ালন্দ উপজেলার তেনাপচার গ্রামের প্রান্তিক কৃষক আলেক শেখের কথা।

দিন আনা দিন খাওয়া এমন একটি পরিবারের সামর্থ ছিলো না মেয়েকে প্রাইভেট পড়ানোর,দিতে পারেনি পড়াশোনার কোন সুযোগ সুবিধা, না জুটেছে চেয়ার টেবিল, ভালো খাবার, পোশাক। এমনি শতপ্রতিকূলতা ডিঙিয়ে এবার
বরাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমী থেকে বিজ্ঞান বিভাগ হতে গোল্ডেন (এ প্লাস) পেয়েছে আলেখ শেখের মেয়ে অদম্য মেধাবী মোছাঃ রাফেজা খাতুন। নিজের সীমাহীন চেষ্টা আর স্কুল শিক্ষকদের সহযোগিতা এমন ফলাফল করেছেন তিনি। মেয়ের এমন ভালো ফলাফলে পরিবারে খুশির পাশাপাশি দেখা দিয়েছে দুশ্চিন্তা। কেননা বাবার সামর্থ নেই মেয়েকে আরও পড়াশোনা করানোর। এমন কেউ কী আছেন রাফেজার পাশে দাঁড়ানোর?
সরাসরি যোগাযোগ
মোবাইলঃ +8801323636247