
খানখানাপুরে ৪৩৩ ভরি অবৈধ রুপার অলংকার সহ ডিবির হাতে আটক-১
রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকা থেকে ৪৩৩ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্টের অবৈধ রুপার অলংকার সহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মির্জাপুর গ্রামের,মীর হাসেম আলীর ,ছেলে, মীর হালিম হোসেন (২৮)
১১ মে শনিবার জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান খান এর নেতৃত্বে,এসআই মো: মিলন চন্দ্র বর্মন,সঙ্গীয় অফিসার ফোর্সসহ খানখানাপুর হযরত আলী চায়ের দোকানের সাথে হাইওয়ে মহাসড়কের উপরে kabir deIuxe নামক বাসটি অভিযান পরিচালনা করে।
অভিযানে এই সময়, হালিমের প্যান্টের নিচে দিয়ে কাপড় দিয়ে পেঁচানো চারটি পার্স ব্যাগের মধ্যে ৪৩৩ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট অবৈধ রুপার অলংকার পাওয়া যায় ,যার মূল্য ৬,৯৪,০০০/ ছয় লক্ষ ৯৪ হাজার টাকা
এ বিষয় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান খান,জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকা কে বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নিয়মিত চেকপোস্ট বসানো হয় খানখানাপুর রেলস্টেশনে তারই ধারাবাহিকতায় ১১ মে শনিবার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকা থেকে ৪৩৩ ভরি ১২ আনা ৩ রুতি ৯ পয়েন্ট অবৈধ রুপার অলংকারসহ আমরা একজনকে আটক করতে সক্ষম হই। আমাদের এই অভিযান অব্যাহিত থাকবে এই বিষয়
রাজবাড়ী সদর থানায় মামলা রুজু। প্রক্রিয়াধীন।