রাজবাড়ী ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ীতে চোর স‌ন্দে‌হে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বালিয়াকান্দীতে আলোচনা সভা রাজবাড়ী ট্রেনে কাটা পড়ে মাসুদ নামে যুবকের মৃত্যু রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান, ৩২ ডাক্তারের ১০ জনই অনুপস্থিত পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনে গোয়ালন্দে ভিক্টর ভিলেজকে ২ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ অসাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্তে শুরু হলো শতবর্ষী রামদিয়ায় ঐতিহ্যবাহী মদন মোহন পুষ্প রথযাত্রা ও ৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ শতবর্ষী উৎসব যাত্রামঞ্চের মহেন্দ্র বাবু আজ জীবনমঞ্চে একাকী খোঁজ রাখেনা কেউ বিশ্ব মা দিবস হাজারীবাগ সুবিধা বঞ্চিত মানুষের উপহার প্রদান করছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। কবিতা_মা ( আতাউর রহমান)

সরকারের মহতী উদ্যোগে স্বাস্থ্য সেবায় এগিয়ে-সিভিল সার্জন ।

মোঃ লালন শেখ (কালুখালী)রাজবাড়ী প্রতিনিধি :

সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় চলমান স্বাস্থ্যসেবা কর্মসূচি পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. মো: ইব্রাহিম টিটন। এসময় তার সাথে ছিলেন কালুখালীর ইউএইচএফপিও ডা: ইসরাত জাহান উম্মন, এফপিও সুতপা কর্মকার, এমওডিসি ডা. মো: শাখাওয়াত হোসেন খান,স্বাস্থ্য পরিদর্শক সাধনা রানী বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা গন।
পরিদর্শনকালে সিভিল সার্জন . মো: ইব্রাহিম টিটন রায়নগর কমিউনিটি ক্লিনিক,পাড়াবেলগাছি কমিউনিটি ক্লিনিক ও রাবেয়া হোসেন কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন জানান,
কালুখালী উপজেলায় কমিউনিটি ক্লিনিক সমূহে স্বাস্থ্য অধিদপ্তরের এম এন সি এইচ অপারেশনাল প্লানের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে ইলেকট্রনিক ডাটা ট্রাকিং সহ জরায়ুর মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি ও বিশেষ ভায়া ক্যাম্প শুরু হয়েছে।
রবিবার সকাল থেকে কালুখালীর কৃষ্ণনগর কমিউনিটি ক্লিনিক, হরিনবাড়ীয়া কমিউনিটি ক্লিনিক, মহেন্দ্রপুর কমিউনিটি ক্লিনিক ও রুপসা কমিউনিটি ক্লিনিকে ৫ দিন ব্যাপী বিশেষ এই ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২য় দিনে রায়নগর পাড়াবেলগাছি , কালিকাপুর ও রাবেয়া হোসেন কমিউনিটি ক্লিনিকে মোট ৫০৭ জনের ভায়া পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদের ২ জনের ভায়া পজিটিভ ও ১ জনের সিবিই টেস্ট পজিটিভ হয়েছে। ক্লিনিক সমুহে এসএসএন মৌসুমী আক্তার, এসএসএন হাফিজা আক্তার,এসএসএন জিন্নাতুন নেছা,সিএইচসিপি প্রিয়া রায়,মোহাম্মদ খাইরুল ইসলাম,স্বাস্থ্য সহকারী তোবারক দেওয়ান সহযোগী হিসেবে কাজ করেন।
রায়নগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে সিভিল সার্জন সার্জন . মো: ইব্রাহিম টিটন
বলেন, সরকারের এই মহতী উদ্যোগে কালুখালীর জনগণ স্বাস্থ্য সেবায় একধাপ এগিয়ে গেল।

Tag :
সর্বাধিক পঠিত

রাজবাড়ীতে চোর স‌ন্দে‌হে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

সরকারের মহতী উদ্যোগে স্বাস্থ্য সেবায় এগিয়ে-সিভিল সার্জন ।

প্রকাশিত : ০৩:০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

মোঃ লালন শেখ (কালুখালী)রাজবাড়ী প্রতিনিধি :

সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় চলমান স্বাস্থ্যসেবা কর্মসূচি পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. মো: ইব্রাহিম টিটন। এসময় তার সাথে ছিলেন কালুখালীর ইউএইচএফপিও ডা: ইসরাত জাহান উম্মন, এফপিও সুতপা কর্মকার, এমওডিসি ডা. মো: শাখাওয়াত হোসেন খান,স্বাস্থ্য পরিদর্শক সাধনা রানী বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা গন।
পরিদর্শনকালে সিভিল সার্জন . মো: ইব্রাহিম টিটন রায়নগর কমিউনিটি ক্লিনিক,পাড়াবেলগাছি কমিউনিটি ক্লিনিক ও রাবেয়া হোসেন কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন জানান,
কালুখালী উপজেলায় কমিউনিটি ক্লিনিক সমূহে স্বাস্থ্য অধিদপ্তরের এম এন সি এইচ অপারেশনাল প্লানের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে ইলেকট্রনিক ডাটা ট্রাকিং সহ জরায়ুর মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি ও বিশেষ ভায়া ক্যাম্প শুরু হয়েছে।
রবিবার সকাল থেকে কালুখালীর কৃষ্ণনগর কমিউনিটি ক্লিনিক, হরিনবাড়ীয়া কমিউনিটি ক্লিনিক, মহেন্দ্রপুর কমিউনিটি ক্লিনিক ও রুপসা কমিউনিটি ক্লিনিকে ৫ দিন ব্যাপী বিশেষ এই ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২য় দিনে রায়নগর পাড়াবেলগাছি , কালিকাপুর ও রাবেয়া হোসেন কমিউনিটি ক্লিনিকে মোট ৫০৭ জনের ভায়া পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদের ২ জনের ভায়া পজিটিভ ও ১ জনের সিবিই টেস্ট পজিটিভ হয়েছে। ক্লিনিক সমুহে এসএসএন মৌসুমী আক্তার, এসএসএন হাফিজা আক্তার,এসএসএন জিন্নাতুন নেছা,সিএইচসিপি প্রিয়া রায়,মোহাম্মদ খাইরুল ইসলাম,স্বাস্থ্য সহকারী তোবারক দেওয়ান সহযোগী হিসেবে কাজ করেন।
রায়নগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে সিভিল সার্জন সার্জন . মো: ইব্রাহিম টিটন
বলেন, সরকারের এই মহতী উদ্যোগে কালুখালীর জনগণ স্বাস্থ্য সেবায় একধাপ এগিয়ে গেল।