
মোঃ লালন শেখ (কালুখালী)রাজবাড়ী প্রতিনিধি :
সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় চলমান স্বাস্থ্যসেবা কর্মসূচি পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. মো: ইব্রাহিম টিটন। এসময় তার সাথে ছিলেন কালুখালীর ইউএইচএফপিও ডা: ইসরাত জাহান উম্মন, এফপিও সুতপা কর্মকার, এমওডিসি ডা. মো: শাখাওয়াত হোসেন খান,স্বাস্থ্য পরিদর্শক সাধনা রানী বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা গন।
পরিদর্শনকালে সিভিল সার্জন . মো: ইব্রাহিম টিটন রায়নগর কমিউনিটি ক্লিনিক,পাড়াবেলগাছি কমিউনিটি ক্লিনিক ও রাবেয়া হোসেন কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন জানান,
কালুখালী উপজেলায় কমিউনিটি ক্লিনিক সমূহে স্বাস্থ্য অধিদপ্তরের এম এন সি এইচ অপারেশনাল প্লানের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে ইলেকট্রনিক ডাটা ট্রাকিং সহ জরায়ুর মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি ও বিশেষ ভায়া ক্যাম্প শুরু হয়েছে।
রবিবার সকাল থেকে কালুখালীর কৃষ্ণনগর কমিউনিটি ক্লিনিক, হরিনবাড়ীয়া কমিউনিটি ক্লিনিক, মহেন্দ্রপুর কমিউনিটি ক্লিনিক ও রুপসা কমিউনিটি ক্লিনিকে ৫ দিন ব্যাপী বিশেষ এই ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২য় দিনে রায়নগর পাড়াবেলগাছি , কালিকাপুর ও রাবেয়া হোসেন কমিউনিটি ক্লিনিকে মোট ৫০৭ জনের ভায়া পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদের ২ জনের ভায়া পজিটিভ ও ১ জনের সিবিই টেস্ট পজিটিভ হয়েছে। ক্লিনিক সমুহে এসএসএন মৌসুমী আক্তার, এসএসএন হাফিজা আক্তার,এসএসএন জিন্নাতুন নেছা,সিএইচসিপি প্রিয়া রায়,মোহাম্মদ খাইরুল ইসলাম,স্বাস্থ্য সহকারী তোবারক দেওয়ান সহযোগী হিসেবে কাজ করেন।
রায়নগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে সিভিল সার্জন সার্জন . মো: ইব্রাহিম টিটন
বলেন, সরকারের এই মহতী উদ্যোগে কালুখালীর জনগণ স্বাস্থ্য সেবায় একধাপ এগিয়ে গেল।