
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য দৈনিক সাহস এর সাংবাদিক উজ্জলুর রহমানের পিতা,সাবেক থানা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ বজলুর রহমান ও সাবেক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুনিবুর রহমানের জ্যেষ্ঠ ভ্রাতা, সাবেক থানা সমবায় কর্মকর্তা মোঃ ফজলুর রহমান (৮৩) ৬ এপ্রিল ২৬ রমজান সকাল সাতটা ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী,৫ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বাদ জোহর বিকেল চারটায় রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মরহুমের নিজ গ্রাম পাটবাড়ীয়ায় জানাযা শেষে পারিবারিক গোরস্থান দাফন করা হয়।