রাজবাড়ী ০২:০১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দ্রব‍‍্যমূল‍্য ও মধ‍্যবিত্ত লেখক: আলিফা তাবাচছুম শিখা

দ্রব‍‍্যমূল‍্য ও মধ‍্যবিত্ত
আলিফা তাবাচছুম শিখা ।

পৃথিবীর অসুখ করেছে দ্রব‍‍্যমূল‍্য জটিল
দেখে কি বুঝতে পারছোনা সুশীল!
পাপে-তাপে হয়েছো তোমরা যুক্ত
কবে শুধরাবে, হবে তোমরা মুক্ত?

এখনো নিজের স্বার্থে তোমরা ব‍্যাকুল
খোঁজ নিয়ে দেখ মধ‍্যবিত্তের নেই কুল,
কাতর চোখের আড়ালে বিমর্ষ অশ্রুধারা
বিপুল বিপর্যয়ে সবকিছু খুঁইয়ে আত্বহারা।

জীবন জুড়ে এখন ব‍্যর্থতার ভীড়
পরিবারের চাপা কান্না পাচ্ছেনা নীড়,
তিনবেলা আর জুটছেনা এখন খাবার
জানেনা কাল কাজ জুটবে কি আবার!

নিত্য হাহাকারে অতিষ্ঠ আজ মধ‍্যবিত্ত
হ্নদয়পুড়ে কয়লা আত্বসম্মানে সিক্ত,
স্বজনেরাও নেয়না আজ খবর
কাঁদছে হাজারো প্রাণ অঝোর।

এক পশলায় পাল্টে গেছে গল্পের শিহরণ
কতনা মানুষ হারিয়েছে কত আপনজন,
কেন এখনো শুধরাবার ইঙ্গিত বোঝনা
খোঁদার দরবারে কেন হাত তোলনা।

দ্রব‍‍্যমূল‍্য ও মধ‍্যবিত্ত লেখক: আলিফা তাবাচছুম শিখা

প্রকাশিত : ০৯:২৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

দ্রব‍‍্যমূল‍্য ও মধ‍্যবিত্ত
আলিফা তাবাচছুম শিখা ।

পৃথিবীর অসুখ করেছে দ্রব‍‍্যমূল‍্য জটিল
দেখে কি বুঝতে পারছোনা সুশীল!
পাপে-তাপে হয়েছো তোমরা যুক্ত
কবে শুধরাবে, হবে তোমরা মুক্ত?

এখনো নিজের স্বার্থে তোমরা ব‍্যাকুল
খোঁজ নিয়ে দেখ মধ‍্যবিত্তের নেই কুল,
কাতর চোখের আড়ালে বিমর্ষ অশ্রুধারা
বিপুল বিপর্যয়ে সবকিছু খুঁইয়ে আত্বহারা।

জীবন জুড়ে এখন ব‍্যর্থতার ভীড়
পরিবারের চাপা কান্না পাচ্ছেনা নীড়,
তিনবেলা আর জুটছেনা এখন খাবার
জানেনা কাল কাজ জুটবে কি আবার!

নিত্য হাহাকারে অতিষ্ঠ আজ মধ‍্যবিত্ত
হ্নদয়পুড়ে কয়লা আত্বসম্মানে সিক্ত,
স্বজনেরাও নেয়না আজ খবর
কাঁদছে হাজারো প্রাণ অঝোর।

এক পশলায় পাল্টে গেছে গল্পের শিহরণ
কতনা মানুষ হারিয়েছে কত আপনজন,
কেন এখনো শুধরাবার ইঙ্গিত বোঝনা
খোঁদার দরবারে কেন হাত তোলনা।