
স্টাফ রিপোর্টার
আজ ২৬ ফেব্রুয়ারি সোমবার রাজবাড়ীতে মুক্ত আনন্দ সংগঠনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল দশটায় যমুনা ডায়াগনস্টিক সেন্টার, পাবলিকহেলথ রাজবাড়ীতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মুক্ত আনন্দ সংগঠনের প্রতিষ্ঠাতা অজয় দাস তালুকদারের উদ্যোগে সংগঠনের পক্ষ থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রয়োজন করে। সকাল সারে ১০ টায় আনুষ্ঠানিকভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।সকল শ্রেণি সহ বিশেষ করে সুবিধাবঞ্চিত গরিব রোগীদের জন্য মাত্র ২০ টাকা শুভেচ্ছা মূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। ক্যাম্পে চিকিৎসক হিসেবে চিকিৎসা প্রদান করেন ডাক্তার সুশীল কুমার রায়,এমডি কার্ডিওলজিস্ট ও ডাক্তার রাবেয়া আক্তার তামান্ন গাইনি । সংগঠনের প্রতিষ্ঠাতা অজয় দাস তালুকদার জানান এখন থেকে সবার সহযোগিতা পেলে নিয়মিতই সুবিধাজনক সময়ে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করার ইচ্ছা আছে।মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি দের মধ্যে উপস্থিতছিলেন ,রাজবাড়ী একাডেমীর সভাপতি ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা জনাব সৈয়দ সিদ্দিকুর রহমান,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম কুমার পাল,সহ-সভাপতি লুৎফররহমান লাবু, মীরমশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি ও কবি সালাম তাসির,সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম রাজু, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থপ্রতিম দাস,বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলার সভাপতি মোঃ আতাউর রহমান,টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সেক্রেটারি ও সহকারী অধ্যাপক হাসান হাবিব হাসু কবি আশ্রাফ বাবু ও কবি ইউসুফ বাসার আকাশ। উপস্থিত অতিথিবৃন্দ এ ধরনের মানবিক চিকিৎসা সেবার উদ্যোগকে স্বাগত জানান প্রশংসা করেন এবং সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ডাক্তার সুশীল কুমার তার বক্তব্যে বলেন একজন গুরুতর অসুস্থ রোগী এবং তার পরিবারের চিকিৎসা কালীন যে কি অসহায়ত্ব ঘিরে ধরে। তিনি তা মর্মে মর্মে উপলব্ধি করেছেন। তার বাবা যখন ক্যান্সারে মারা যায় ঐ মুহূর্তে তিনি এই অভিজ্ঞতা অর্জন করেছেন। তখন থেকেই তিনি অসহায় রোগী পাশে দাঁড়ানোর প্রত্যয় মনের মধ্যে পুষে রেখেছেন। তিনি বলেন আমি রাজবাড়ির সন্তান আপনাদেরই একজন। আপনাদের সন্তান ভাই স্বজন। সুবিধাবঞ্চিত অসহায় রোগীদের জন্য আমার দরজা সব সময় খোলা। আমি চেষ্টা করি সব সময় তাদের সহায়তা হাত বাড়িয়ে দিতে। আজকের ক্যাম্পে একশত দশ জন রোগী নিবন্ধন করে এবং চিকিৎসা সেবা নিয়ে স্বস্তি প্রকাশ করে।