
কবিতা~”কোথায় হারিয়ে গেলে মা”
“”আবিদা তৃষা””
প্রজন্মের অন্তরালে- কোথায় হারিয়ে গেলে
আমার সে স্নেহমহী মা।
তোমাকে যে মনে পরে-কত না জীবন ঝড়ে
মিটে যেত যত কিছু ঘা।
তোমার নিবিড় চোখে- স্নেহের মমতা দেখে
সেই ঘুম কোথা গেলো মা ?
খুঁজে ফিরি সেই মাকে- যার শুধু এক ডাকে
থেমে যেতো মোর এই পা।
ক্লান্তিহীন তুমি ছিলে- জানিনাকো কোন বলে
সাহস জোগাতে তুমি মা,
সমস্যার আঙিনাতে- তুমি জেগে যেতে প্রাতে
জাগিয়ে বলতে শুধু “যা”।
তোমার আশীষ নিয়ে- সুখ যে আনিনু লয়ে
আঁচল যে ভোরে দেব মা,
আজ তুমি সাথে নাই- কোথায় রাখিব তাই
খালি আছে কোন আঙিনা ?
পাখার বাতাস হাতে- হাত দিয়ে দিতে মাথে
কত রাত জেগে ছিলে মা।
আজ শুধু মনে পরে- স্মৃত হাসি ওই দ্বারে
আজ আর কেউ ডাকে না।
নতুন যুগের তালে- যান্ত্রিকতার দাবানলে
হারিয়ে গেছো যে তুমি মা,,,
নতুন মায়েরা আছে- ব্যাথা যে পেয়োনা পিছে,
ওই মা তো হতে পারেনা।
মনে পরে ছেলে বেলা- খাওয়া তে তো হেলাফেলা
স্কুল কভু যাওনিকো মা,,,
এখন স্কুলের পথে- মা স্মার্টফোন সাথে
মনে হয়ে তবু একেলা!
স্মৃতির এ ঘেরা টোপে- তোমাকে হারানো শোকে
ভুলতে পারিনা কেন মা,,?
পুরানো বিচারধারা-লাগে বড় আনকোরা
রোমন্থনে স্বর্ণযুগ তা।
জন্মান্তর যদি থাকে- নতুন জীবন বাঁকে
ফের তুমি হয়ো মোর মা।
শিশুর জিজ্ঞাসু চোখে- তোমাকে যে ফের দেখে
মনে পাবো বড় স্বান্ত্বনা,,।