
রাজবাড়ীর গোয়ালন্দে হাকিমিয়া দারুস সালাম মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন হাজী দুদু খাঁন পাড়া হাকিমিয়া দারুস সালাম মাদ্রাসা ও এতিম খানায় কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) হাজী দুদু খাঁন পাড়া ঈদগাহ কমিটির উদ্যোগে ও বিল্লাল জোমাদার এর সহযোগিতায় দুদু খাঁন পাড়া হাকিমিয়া দারুস সালাম মাদ্রাসা ও এতিম খানার মাঠ চত্বরে বার্ষিক (১৮ তম) আওয়াজ মাহফিল ও দিনব্যাপী কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঐ মাদ্রাসার ক’ ও ‘খ’ শাখায় ৪০ জন হাফেজ এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন
মাদ্রাসার সভাপতি হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিচারক মন্ডলী হিসাবে উপস্থিত ছিলেন, হাফেজ মো. মোতাহার হোসেন, হাফেজ মো. আজিজুল হক, হাফেজ মো. সোহরাব হোসেন, হাফেজ মো. কবির উদ্দিন, হাফেজ মো. মোফাজ্জল হোসেন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উজানচর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. শমশের, ৬নং ইউপি সদস্য চুন্নু মীর মালত, উজানচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, মো. কাউসার খাঁন মামুন শেখ, মাসুম, রাশেল খান, মোয়াজ্জেম হোসেন, জহুরুল ইসলাম, বিশাল, সোহল প্রমূখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসাবে ক্রেস্ট, ইসলামিক বই ও অর্থ তুলে দেন। ক শাখায় ১ম হাফেজ মো. রফিকুল ইসলাম,২য় হাফেজ মো.শফিকুল ইসলাম ও ৩য় হাফেজ মো. জিহাদুল ইসলাম। খ শাখায় ১ম হাফেজ মো. আবেদ আলী, ২য় হাফেজ মো. আবদুল্লাহ (২) ও ৩য় হাফেজ মো. সাকিব বিজয়ী হয়।