
স্টাফ রিপোর্টার

রাজবাড়ীতে মানবিক ডাক্তার সুনীল কুমার বিশ্বাসের সংবর্ধনা ও তাঁর রচিত কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল ১৭ জুন শনিবার রাজবাড়ী শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যা সাতটায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে বিলম্বে অনুষ্ঠান শুরু হয়।
সুনীল সন্ধ্যা, উদযাপন কমিটি অনুষ্ঠানটি আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ী কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ নুরুল হক আলম ও সংবর্ধিত ডাক্তারের সহধর্মিনী ডাক্তার পূর্ণিমা দত্ত। অনুষ্ঠানে সংবর্ধিত মানবিক ডাক্তার সুনীল কুমার বিশ্বাস কে ফুলের তোড়া দিয়ে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।পরিয়ে দেওয়া হয় সম্মান সুচক উত্তরীয়। তাঁর ডাক্তারী পেশাগত জীবনে যেখানেই মানবিক বিপর্যয় সেখানেই ছুটেছেন তিনি ছাত্র জীবন থেকেই । মঙ্গল চিন্তক এই সমাজ সেবক,সব সময় গরিব,দুস্থ,অসহায় মানুষের পাশে থেকেছেন স্বপরিবারে। অনুষ্ঠানে অসহায় রোগীদের বিনামুল্যে সেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদানের মহান কর্মের স্বীকৃতি হিসেবে তাঁকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত ডাক্তার ও কবির সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন জান্নাতুল ফেরদৌস মিমি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি খোকন মাহমুদ।
অনুষ্ঠানে ডাক্তার সুনীল কুমার বিশ্বাসের জীবন কর্ম, ও প্রকাশিত কাব্যগ্রন্থ বেদনার বালুচর কাব্য গ্রন্থের বিভিন্ন দিক বিশেষ করে মানবিক দিক আলোচনায় প্রাধান্য পায়। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার,রাজবাড়ী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, সাবেক জেলার শিক্ষা অফিসার আজিজা, বিশিষ্ট রাজনৈতিক নেতা রাজবাড়ী জেলার সি পিবি,এর সভাপতি আবদুস সামাদ মিয়া, অরণী সংগীত নিকেতনের সভাপতি মুনিরুল হক ,সমকাল সুহৃদ রাজবাড়ীর সভাপতি কমল,কে সরকার,জেলা কালচার অফিসার পার্থ প্রতিম দাস, শিশুরাজ্যের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম,বিশ্বভরা প্রাণ রাজবাড়ীর সভাপতি মোঃআতাউর রহমান, রাজবাড়ী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আহসান হাবিব,শিক্ষক মোঃ গোলাম সরোয়ার, কবি শাহেদ মোস্তার,কবি ইউসুফ বাসার আকাশ,আর এস সি এফ এর সম্পাদক নিলয় সাহা প্রমুখ।পরিশেষে মনোজ্ঞ সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আব্দুল জব্বার, মনিরুল হক, জান্নাতুল ফেরদৌস মিমি ও আসিফ মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পাদক ও সাংবাদিক সৌমিত্রশিল চন্দন।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,কবি, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
