
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা
বাস্তবায়নের লক্ষে বালিয়াকান্দীতে আলোচনা সভা
ইমদাদুল হক রানা ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর বাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার জনমত গঠনের লক্ষ্যে নবাবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান, সদস্য উজ্জ্বল মন্ডল, পিরুল মাহমুদ, নবাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফজুুল ইসলাম চুন্নু, সাধারণ সম্পাদক ফারুক মোল্লা, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শামিম মন্ডল, নাইম, মেহেদী, মিলন হোসেন, রেজা প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়ন হলে মানুষ তার কথা বলার ও ভোটের অধিকার ফিরে পাবে। মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। দেশে সন্ত্রাস-নৈরাজ্য থাকবে না। মানুষের মুখে হাসি ফুটবে। এই ৩১ দফায় মাটি ও মানুষের কথা তুলে ধরেছেন তারেক রহমান।