
বিশ্ব মা দিবস হাজারীবাগ সুবিধা বঞ্চিত মানুষের উপহার প্রদান করছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
স্টাফ রিপোর্টার:
বিশ্ব মা দিবসে হাজারীবাগে সুবিধা বঞ্চিত তিন শতাধিক মায়েদের উপহার প্রদান করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
রবিবার ১১ মে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর হাজারীবাগে সুবিধা বঞ্চিত ও অবহেলিত তিন শতাধিক মায়েদের হাতে উপহার প্রদান ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। হাজারীবাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ এর সভাপতিত্বে উপহার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা বেলাল হোসেন, ডা. রেজা ফয়সাল, হাসিনা আক্তার সহ বিএনপি ও অংগ সংগঠন এর নেতৃব্ন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মুক্তা।