
স্টাফ রিপোর্টার
আজ ১৪ই জুলাই রবিবার রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে একুশে পদপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মনসুর উল করিম এর ৭৪ তম জন্মজয়ন্তী উদযাপিত হয় । সকাল সাড়ে ৯ টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। তারপর শুরু হয় ছোটদের চিত্রাংকন প্রতিযোগিতা। এর পর আলোচনা অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনসুর উল করিম স্মৃতি সংসদের আহ্বায়ক ও কবি খোকন মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত জেলা প্রশাসক জনাব আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী কিন্ডার গার্ডেন এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল জনাব নুরুল হক আলম,পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু,সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, ও জেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ শওকত হাসান। আমন্ত্রিত অতিথি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি ও সাবেক জলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনিরুল হক, রাজবাড়ী একাডেমীর সভাপতি ও সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, মীর মশাররফ হোসেন স্মৃতি পরিষদের সভাপতি ও কবি সালাম তাসির একই সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাকুল আলম ,বিশ্বভরা প্রাণ,রাজবাড়ী জেলার সভাপতি মোঃ আতাউর রহমান, কবি আলাউল হক খোকন,কবি নেহাল আহমেদ প্রমুখ। এছাড়া সাংবাদিক স্থানীয় বিভিন্ন সংস্কৃতি সংগঠনের সুধীজন ও প্রতিযোগী শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বিশেষ অতিথি ছাড়াও আলোচনায় অংশ নেন মোঃ মনিরুল হক, সালাম তাসির, মোঃ আতাউর রহমান, চিত্রশিল্পী রাজকুমার পাল। আলোচকগন বরেণ্য এই চিত্রশিল্পীর চিত্রকর্ম, জীবন দর্শন, বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন। আগামীতে বড় পরিসরে এই বরেণ্য চিত্র শিল্পীর জন্ম ও মৃত্যু দিবস উদযাপন আহবান জানান।জেলা প্রশাসক এবং পৌর মেয়র তাদের পক্ষ থেকে এ ব্যপারে সার্বিক সহযোগিতায় আশ্বাস দেন।পরিশেষে বরেণ্য এই চিত্রশিল্পীর জন্মদিনের কেক কাটা হয় এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতার সকল অংশ গ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণের মধ্যে দিয়ে দুপুরে অনুষ্ঠান শেষ হয়।