
গোয়ালন্দ( রাজবাড়ী) প্রতিনিধি
এশিয়র দ্বিতীয় বৃহত্তর ও দেশের বৃহত্তম যৌনপল্লী দৌলতদিয়া যৌনপল্লীতে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় মাই কেয়ার ও প্রফেসর ডা. জিন্নাত আরা নাসরিন, গোল্ড মেডেলিষ্ট ঢাকা মেডিকেল কলেজ এর সহযোগিতায় দৌলতদিয়া বেসরকারি সংস্থা পায়াকট বাংলাদেশের আয়োজনে, পায়াকট বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাসে ১২ থেকে ২৫ বছর বয়সী ১৫ জন মেয়েদের বিনামূল্যে দ্বিতীয় ডোস টিকা প্রদান করা হয়েছে। এ সময় টিকা প্রদান করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী প্যারামেডিক বেদেনা আক্তার।
সেসময় উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা পায়াকট বাংলাদেশের ম্যানেজার মো. মুজিবুর রহমান জুয়েল, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌরভ কুমার বিশ্বাস, দৌলতদিয়া বেসরকারি সংস্থা পায়াকট বাংলাদেশের প্রজেক্ট অফিসার (শিক্ষা) শেখ রাজীব, দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু প্রমুখ।