
রাজবাড়ীতে বিএমএসএফ এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর ১১ বছর পূর্তি অনুষ্ঠান জমকালো আয়োজনে উদযাপন করা হয়েছে ।
১৫ই জুলাই (শনিবার) সকালে রাজবাড়ী সদর উপজেলা হলরুমে আলোচনা সভা ,র্যালী ও কেক কাটার মধ্য দিয়ে দিবস টি উদযাপন করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর রাজবাড়ী জেলা’র সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ইমদাদুল হক বিশ্বাস, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, কবি ও সাংবাদিক নেহাল আহমেদ সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ ।
সভায় বক্তারা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ দফার গুরুত্ব ও সাংবাদিকদের নিষ্ঠার সাথে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।