
স্টাফ রিপোর্টার
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজবাড়ী সরকারি কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন। গতকাল ৫ জুন এ সকাল এগারটায় কর্মসূচি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন। এ উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন দেশীয় ফুল ও ফলের চারা রোপন করা হয়। অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন,উপাধ্যক্ষ প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান, প্রফেসর দীপক কুমার কর্মকার, ইংরেজি, শিক্ষক পরিষদের সম্পাদক জনাবতালুকদার, মো:মোস্তাফিজুর রহমান, মো: সামসুল আলম, সহকারি অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, আবুল কালাম, সহকারি অধ্যাপক, প্রানিবিদ্যা, অদ্বৈত কুমার দাস, গনিত, মো: আরিফুর রহমান,সহকারি অধ্যাপক, প্রানিবিদ্যা এবং জনাব একে এম আজাদ মন্ডল, প্রভাষক, হিসাববিজ্ঞান।গাছ লাগান পরিবেশ বাঁচান। এখন বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ আন্দোলন।২০২৩ সালের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এবারের প্রতিপাদ্য “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ”। দূষণমুক্ত একটি পৃথিবী আমাদের সবার কাম্য।
