
জেলা প্রতিনিধি।। ( রাজবাড়ী)
রাজবাড়ীর পাংশা উপজেলায় বৃষ্টির সঙ্গে প্রায় ৫ কেজি ওজনের একটি শিলা পড়েছে বলে দাবি করছে স্থানীয়রা।
শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় শিলাটি পড়ে। ৫ কেজি ওজনের শিলাটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের দেওয়া হলে মুহুর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।
স্থানীয়রা বলেন, বিকেলে ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এর কিছু সময় পর হঠাৎ চাঁন্দুর মোড় এলাকায় বিশাল বড় একটি শিলা পড়ে। যার ওজন প্রায় ৫ কেজি। এতবড় শিলা তারা আগে কখনোই দেখেনি।
শিলাটি দেখে সবাই হতবাক হয়ে যান। ৫ কেজি ওজনের বিশাল শিলাটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। তবে শিলাটি কারও ওপর না পড়ায় কেউ হতাহত হয়নি।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, এটা আসলে শিলা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি শোনার পর আমাদের কয়েকজনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। কিন্তু ততক্ষণে শিলাটি আমরা পাইনি। তাই নিশ্চিত করে বলতে পারছি না যে ঘটনা সত্য কিনা। যদিও শিলার আকার গোলাকৃতির হয় কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভাইরাল হওয়া ছবিতে গোলাকৃতি পাইনি। তবে স্থানীয় ও আশপাশের দোকানদাররা দাবি করছে যে শিলাটি আকাশ থেকেই পড়েছে।