
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের নিয়ে কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতির উদ্যোগে আমেরিকা দাতা ফাউন্ডেশন ” ফেরা” এর সহায়তায় চাইল্ড ক্লাবের প্রায় তিনশত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল।
মুক্তি মহিলা সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে হওয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক দৌলতদিয়া মডেল হাইস্কুল, আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম,দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক ও দৈনিক যুগান্তর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, ডেইলি অবজারভার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম, মোঃ আমিরুল ইসলাম বাবু, সভাপতি সরকারি কামরুল ইসলাম কলেজ গোয়ালন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জুর সঞ্চালনে অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাকির হোসেন জানান, এই চাইল্ড ক্লাবের প্রতিষ্ঠার পর থেকে সহিংসতা, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধে এবং শিক্ষা-স্বাস্থ্য সচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের কারণে শিশুরা তাদের অধিকারের ব্যাপারে সচেষ্ট হচ্ছে।