
স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২২২টি প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ট্যাব বিতরণ করা হয়
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত ‘জনশুমারি ও গৃহগণনা-২১’ প্রকল্পের অধীনে স্মার্ট নাগরিক গঠনে নবম ও দশম শ্রেণিরর মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার হিসেবে এসব ট্যাব বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। তিনি শিক্ষার্থীদের মাঝে ২২২টি ট্যাব বিতরণ করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস।