
মোঃ আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরের রাজধরপুর বিলপাড়ায় সরকারি জায়গা থেকে কড়ই গাছ কেটে বিক্রি করেছে ওই গ্রামের আজগর খাঁর ছেলে মো. কাজেম খাঁ নামের এক লোক।
গত সোমবার (১০ মার্চ) বিকালে সরেজমিনে গিয়ে জানা যায়, জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর বিলপাড়া এলাকার সরকারি জমি থেকে বড় মাপের একটি কড়ই গাছ কেঁটে বিক্রি করেছে ওই গ্রামের আজগর খাঁর ছেলে মো. কাজেম খাঁ। এলাকার বেশ কয়েকজন বলেন, রাস্তার পাশের খালের জমি অনেক আগে থেকেই কাজেম দেখাশোনা করে আসছে। সম্প্রতি কাজেম খালপাড় থেকে মেহগনি গাছ কেঁটে বিক্রি করে দিয়েছে। আবার আজ দুইদিন ধরে দেখছি চুপিচুপি বহরপুরের কোন এক কাঠ ব্যবসায়ীর নিকট খালের মধ্য থেকে কড়ই গাছ কর্তন করছে। জিজ্ঞাসা করলে কাজেম উল্টাপাল্টা কথা বলে। আপনারা আসছেন নিজচোখেই দেখে যান।

অভিযুক্ত মো. কাজেম খাঁর সাথে কথা হলে তিনি জানান, আমরা বাপ দাদার আমল থেকে এই খালের জমি ভোগদখল করে আসছি। যে কড়ই গাছ কাটা হয়েছে এসব আমারই লাগানো। আমি এর আগে মেহগনি গাছ বিক্রি করেছি। আমার বাাড়ীর গাছের সাথে ওই কড়ই গাছটিও বহরপুরের ব্যাপারীর নিকট বিক্রি করেছি। আমি জানিনা যে সরকারি গাছ কাটা যায় না। তবে আমি বিক্রি করেছি যা হয় হোক।