
গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীজের সামনে কুষ্টিয়া দৌলতদিয়াগামী পদ্মা গড়াই বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ মোঃ মিনাজুল মন্ডল ওরফে মিরাজুল (৩৫) ও মোছাঃ চায়না খাতুন (৩৭) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এক এজাহারে মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন
গতকাল সোমবার বিকাল পাঁচটার টার দিকে তল্লাশিকালে পুলিশ তাকে পচিশ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার তাদেরকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।