রাজবাড়ী ০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণের বিরুদ্ধে সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন।

ধর্ষণের বিরুদ্ধে সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন।

সোহাগুর রহমান সোহাগ

রাজবাড়ী

দেশব‌্যাপী নারী‌দের বিরু‌দ্ধে স‌হিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাই‌নে হেনস্তা এবং আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তির অবন‌তি ও বিচারহীনতার প্রতিবা‌দে জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী সরকা‌রি ক‌লেজ শাখার আ‌য়োজ‌নে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ী সরকা‌রি ক‌লে‌জের প্রধান ফট‌কের সাম‌নে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

রাজবাড়ী সরকা‌রি ক‌লেজ ছাত্রদ‌লের সভাপ‌তি তান‌ভীর খান র‌নির সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে বক্তব‌্য রা‌খেন জেলা ছাত্রদ‌লের আহব্বায়ক আ‌রিফুল ইসলাম রোমান, সদস‌্য স‌চিব শা‌হিনুর রহমান শাহীন, ক‌লেজ ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক রাজন মন্ডল, সি‌নিয়র সহসভাপ‌তি সুজন আলী, সহসভাপ‌তি সা‌মিরা রহমান,  ক‌লেজ ছাত্র দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক তা‌রেক রহমান।

Tag :

ধর্ষণের বিরুদ্ধে সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন।

প্রকাশিত : ০১:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

ধর্ষণের বিরুদ্ধে সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন।

সোহাগুর রহমান সোহাগ

রাজবাড়ী

দেশব‌্যাপী নারী‌দের বিরু‌দ্ধে স‌হিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাই‌নে হেনস্তা এবং আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তির অবন‌তি ও বিচারহীনতার প্রতিবা‌দে জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী সরকা‌রি ক‌লেজ শাখার আ‌য়োজ‌নে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ী সরকা‌রি ক‌লে‌জের প্রধান ফট‌কের সাম‌নে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

রাজবাড়ী সরকা‌রি ক‌লেজ ছাত্রদ‌লের সভাপ‌তি তান‌ভীর খান র‌নির সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে বক্তব‌্য রা‌খেন জেলা ছাত্রদ‌লের আহব্বায়ক আ‌রিফুল ইসলাম রোমান, সদস‌্য স‌চিব শা‌হিনুর রহমান শাহীন, ক‌লেজ ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক রাজন মন্ডল, সি‌নিয়র সহসভাপ‌তি সুজন আলী, সহসভাপ‌তি সা‌মিরা রহমান,  ক‌লেজ ছাত্র দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক তা‌রেক রহমান।