
রাজবাড়ীর বহরপুরে ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানামযজ্ঞানুষ্ঠান শুরু
ইমদাদুল হক রানা :
বহিমুখী জীবকে অন্তর্মুখী করতে অশান্ত চিত্তকে শান্ত করতে সংঘাতময় বিশ্বের বিশ্বের শান্তি প্রতিষ্ঠা কামনায় বিপুল উৎসাহ উদ্দাপনা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি
রাজবাড়ী জেলা, বালিয়াকান্দি উপজেলার, বহরপুর ইউনিয়নের, বহরপুর সার্বজনীন শ্রী শ্রী মহেশ্বরী অঙ্গন প্রাঙ্গণে ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুরু হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হয়ে এই মহানাম যজ্ঞানুষ্ঠান চলবে শনিবার ২২ ফেব্রুয়ারি অরুণ্যেউদয় পযর্ন্ত।
মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি ) বিকালে গীতা ও শ্রীমতম্ভগবত গীতা পাঠ ও আলোচনা সভার মধ্যদিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ সুচনা হয়। এতে পাঠক ছিলেন মাগুরার মহারাজ শ্রী চিন্ময়ানন্দ দাস ব্রক্ষ্মচারী ( চঞ্চল গোস্বামী), শ্রী স্বপনদেব ভৌমিক, সঞ্জীব গোস্বামী বহরপুর।
(১৯ফেব্রুয়ারি) বুধবার অরুণ্যেদয় থেকে শুরু হওয়া শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহাসংকির্তণ। সকাল হতে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত চলবে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর শ্রী শ্রী মহেশ্বরী অঙ্গনে আয়োজিত ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান তত্ত্বাবধান, পরিচালনা, পৃষ্ঠপোষকতা ও সার্বিকভাবে সহযোগীতায় রয়েছেন বহরপুর বাজার ব্যবসায়ী এবং অত্র এলাকার গৌর ভক্তবৃন্দ।
মহানামযজ্ঞানুষ্ঠানে যারা মহানাম সুধা পরিবেশন করবেন ২৪ প্রহরব্যাপী (৩ দিন) নাম সংকির্তণ পরিবেশন করেন, ফরিদপুরের জয়গুরু সনাতন সম্প্রদায়ের সুপ্লব বিশ্বাস, কুষ্টিয়ার শচীনন্দন সম্প্রদায়ের সুমন চক্রবর্তী, বরিশালের মনোহর পাগল সম্প্রদায়ের যুগল মন্ডল, খুলনার ভুবন মোহিনী সম্প্রদায়ের উন্নতি মন্ডল, বরিশালের দূর্গা প্রসন্ন সম্প্রদায়ের অসীম বিশ্বাস, নেত্রকোনার জয় কিমল সম্প্রদায়ের সুজিত সরকার এবং বহরপুরের শ্রী শ্রী মহেশ্বরী সম্প্রদায়ের স্বপন দেব ভৌমিক ও সঞ্জয় বিশ্বাস।
এ বিষয়ে বহরপুরের সাবেক বনিক সমিতির সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী অনিমেষ কুমার দাস, বিপ্লব কুমার পাল, শী শ্যামল কুমার দাস ও গৌরাঙ্গ পোদ্দার বলেন, দীর্ঘদিনের ঐতিহ্য বহরপুরের রাসপূজা, রাসমেলা, নামযজ্ঞ, রাধা কৃষ্ণর জন্মাষ্টমিসহ বিভিন্ন ধর্মানুষ্ঠান পালন হয়ে আসছে।এলাকাবাসী ও বহরপুর বাজার ব্যবসায়ীদের সাথে নিয়ে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং আশা করছি সুন্দরভাবে আমাদের এই উৎসব পালিত হবে। বহরপুরের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দের পদচারনায় মুখরিত হবে আমাদের এলাকা। আমরা বহরপুরবাসী সকলে মিলে গ্রামের এই ঐতিহ্যকে ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করছি। আমাদেরএই আয়োজনে এলাকার ভক্তগণ ও সকলের সার্বিকভাবে সহযোগিতা কামনা করছি। এই আয়োজনে বাইরের ভক্তরাও অনেক বড় ভূমিকা রাখেন বলেও জানান তারা।
বহরপুর মহেশ্বরী অঙ্গন মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজক কমিটির সদস্যরা বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকায় এই ধর্মানুষ্ঠান পরিচালনা করে আসছি। আমাদের এই ধর্মানুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রী কৃষ্ণ ভক্তবৃন্দ এখানে আসে এবং অতি আনন্দের সাথে অনুষ্ঠান উপভোগ করাসহ ঠাকুরের প্রসাদ গ্রহণ করে ধন্য হয়। এবারেও তার ব্যাতিক্রম হবেনা বলে আশাবাদী। শনিবার (২২ ফেব্রুয়ারি) মহাপ্রভূর ভোগরাগের মধ্যদিয়ে সুন্দরভাবে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের সমাপন হবে বলে আশা করছি।সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।