সোমবার দুুপুরে এ ঘটনায় রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ ক্যাম্পাসের মুল ফটক ও ফটকের বাইরে দুই গ্রুপ অবস্থান নিয়ে পদত্যাগের পক্ষে ও বিপক্ষে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে।
জানা গেছে, শিক্ষক আব্দুল্লাহিল হাসানের পদত্যাগের দাবিতে ১২দফা দাবি নিয়ে সরকারী আদর্শ মহিলা কলেজে যায় সাধারন শিক্ষার্থী ও ছাত্র সমাজ। এ সময় তারা লিখিত দাবিসমুহ অধ্যক্ষের কাছে পেশ করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষকের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকে।
এ সময় মহিলা কলেজের শিক্ষার্থী শিক্ষক আব্দুল্লাহীল হাসানের পদত্যাগ না করে স্ব-পদে বহাল থাকার দাবিতে পাল্টা স্লোগান দিয়ে বিক্ষোভ করে।
পরে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ পরিস্থিতি শান্ত করে।
এদিকে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সকল শিক্ষকদের নিয়ে বসে এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।