
স্টাফ রিপোর্টার
“গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিমান।এই মানব জাগরণী সাম্যমন্ত্র সামনে রেখে বিশ্বভরা প্রান রাজবাড়ি জেলা শাখার উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫তম জন্ম জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গতকাল ১১ জনু মঙ্গলবার রাজবাড়ী শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যা সারে ছটায় বিশ্বভরা প্রাণ, রাজবাড়ী জেলা শাখার সভাপতি জনাব মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার,বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী কিন্ডারগার্ডের অধ্যক্ষ নুরুল হক আলম,রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান বাবলা চৌধুরী,সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান ও সম্বর্ধিত তিনজন শাহিনুর বেগম পপি মোঃ আব্দুল জব্বার ও শাহ মোহাম্মদ জাহাঙ্গীর জলিল। মানবতার কবি শোষিত বঞ্চিতের কবি প্রেম দ্রৌহ সাম্য মৈত্রী ও অসম্প্রদায়িক,শৃঙ্খল মুক্তির কবি সর্বোপরি মানুষের কবির জন্মজয়ন্তীতে কবির সাহিত্য দর্শন ও সাম্য ও সমাজ চেতনার বিভিন্ন দিক অতিথিগন তাদের বক্তব্যে তুলে ধরেন। সাবেক প্রিন্সিপাল,কবি, লেখক ও গবেষক ড. ফকির আব্দুর রশিদ রচিত কবিকে নিয়ে প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সহ- সভাপতি ও সহকারী অধ্যাপক স ম রশিদ আল কামাল।আমন্ত্রিত অতিথিদের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
জেলা জাসদের সভাপতি সংস্কৃতি জন মনিরুল হক,জেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শওকত হাসান,উদীচির সহ-সভাপতি আজিজুল হাসান খোকা,নাট্য জন অলিউল হাসান মঞ্জু, রাজবাড়ী শিশু বিকাশের সভাপতি আনজুমান আরা বেগম,রাজবাড়ী সাহিত্য পরিষদের সভাপতি ও কবি খোকন মাহমুদ, রাজবাড়ী ফাউন্ডেশনের সেক্রেটারি আহসান হাবিব হাসু,নাট্য জন অজয় দাস তালুকদার,কবি সাহিদা সুলতানা রিমা, নেত্রী শারমিন রেজা, কণ্ঠশিল্পী জান্নাতুল ফেরদৌস মিমি,শিল্পী রেজাউল করিম আরজু,কবি নেহাল আহমেদ, কবি ইউসুফ বাসার আকাশ, কবি বাবুল মাওলা অভিনয় শিল্পী চিত্র নাট্য নির্মাতা শ্রাবণ চক্রবর্তী দিপু সহ বিভিন্ন শ্রেণী পেশা পেশার আমন্ত্রিত অতিথিগণ। আলোচনা সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ পর্বে সম্বর্ধিত তিন গুণী শিল্পী ছাড়াও নজরুল সংগীত পরিবেশন করেন শাহিদা নাসরিন জুথি ও নাজমুল ইমাম, রাবেয়া কাদের ফাউন্ডেশন এর শিশু শিল্পীদের সমবেত কন্ঠে নজরুল সংগীত পরিবেশিত হয়।বিদ্রোহী কবিতা আবৃতি করেন আবৃত্তিকার গোলাম মোর্তজা সাগর, নৃত্য পরিবেশন করে নৃত্য প্রশিক্ষক রেজাউল করিম লালন এর শিক্ষার্থী শিশু নৃত্যশিল্পী মৌনতা। অনুষ্ঠান উপস্থাপনায় মীর মোশারফ হোসেন স্মৃতি সংসদের সম্পাদক ও বিশ্বভারা প্রণের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জাকুল আলম ও সাধারণ সম্পাদক শাহানা বেগম।