রাজবাড়ী ০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীরতে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগে নজরুল জন্ম জয়ন্তী উদযাপিত

স্টাফ রিপোর্টার

আজ ৭ জুন শুক্রবার বিকাল ৪ ঘটিকায় রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়।গাহি সাম‍্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান কবির এই অমর বাণীকে প্রতিপাদ্য রেখে বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয। অনুষ্ঠানের প্রধান আলোচক গোলাম সরোয়ার সহ উপস্থিত ছিলেন রাজবাড়ী থিয়েটারের সভাপতি জনাব বাবলা চৌধুরী, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মুক্তার মোল্লা, রাজবাড়ী শিশু বিকাশ কেন্দ্রর সভাপতি ও শিক্ষক আঞ্জুমান আরা বেগম, বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলার সভাপতি মোঃ আতাউর রহমান।অনুষ্ঠানের অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী শাহ মোঃ জাহাঙ্গীর জলিল। প্রধান আলোচক সহ অতিথিদের বক্তব্যে জাতীয় কবির সাম্য,প্রেম,দ্রোহ, অসাম্প্রদায়িক মানবিক চেতনার রচনা ও জীবন দর্শন সাহিত্য ও সঙ্গীত সহ নানা দিক আলোচনায় স্থান পায়। জাতীয় জীবনে নজরুল  চর্চার গুরুত্ব  তুলে ধরে আলোচনা করা হয় যা নতুন প্রজন্মের মধ‍্যে ছড়িয়ে দেওেয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। পাঠাগারের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে  অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবকগণ ও আমন্ত্রিত অতিথি উপস্থিতিতে কবিতা আবৃতি করে ক্ষুদে  শিক্ষার্থী জারা, রোজা,সারিকা, তরুলতা, মরিয়ম,শ্রেয়া জান্নাতুল ফেরদৌস মেঘা, সাদিয়া নূর,সুদীপ্ত ও সানজিদা।একক সংগীত পরিবেশনা করে শিশু শিল্পী কথা,এনাম, আরাধ্য ও জারা। অনুষ্ঠানে সংগীত পরিচালনায় ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও স্মৃতি পাঠাগারের সংগীত শিক্ষক মোঃ আব্দুল জব্বার। সার্বিক সহযোগিতায় ছিলেন রেজাউল করিম আরজু। অনুষ্ঠান উপস্থাপনায় ছিল রবিউল রবিউল ও শ্রেয়া গুহ।

About Author Information

রাজবাড়ীরতে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগে নজরুল জন্ম জয়ন্তী উদযাপিত

প্রকাশিত : ০৬:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

স্টাফ রিপোর্টার

আজ ৭ জুন শুক্রবার বিকাল ৪ ঘটিকায় রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়।গাহি সাম‍্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান কবির এই অমর বাণীকে প্রতিপাদ্য রেখে বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয। অনুষ্ঠানের প্রধান আলোচক গোলাম সরোয়ার সহ উপস্থিত ছিলেন রাজবাড়ী থিয়েটারের সভাপতি জনাব বাবলা চৌধুরী, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মুক্তার মোল্লা, রাজবাড়ী শিশু বিকাশ কেন্দ্রর সভাপতি ও শিক্ষক আঞ্জুমান আরা বেগম, বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলার সভাপতি মোঃ আতাউর রহমান।অনুষ্ঠানের অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী শাহ মোঃ জাহাঙ্গীর জলিল। প্রধান আলোচক সহ অতিথিদের বক্তব্যে জাতীয় কবির সাম্য,প্রেম,দ্রোহ, অসাম্প্রদায়িক মানবিক চেতনার রচনা ও জীবন দর্শন সাহিত্য ও সঙ্গীত সহ নানা দিক আলোচনায় স্থান পায়। জাতীয় জীবনে নজরুল  চর্চার গুরুত্ব  তুলে ধরে আলোচনা করা হয় যা নতুন প্রজন্মের মধ‍্যে ছড়িয়ে দেওেয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। পাঠাগারের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে  অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবকগণ ও আমন্ত্রিত অতিথি উপস্থিতিতে কবিতা আবৃতি করে ক্ষুদে  শিক্ষার্থী জারা, রোজা,সারিকা, তরুলতা, মরিয়ম,শ্রেয়া জান্নাতুল ফেরদৌস মেঘা, সাদিয়া নূর,সুদীপ্ত ও সানজিদা।একক সংগীত পরিবেশনা করে শিশু শিল্পী কথা,এনাম, আরাধ্য ও জারা। অনুষ্ঠানে সংগীত পরিচালনায় ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও স্মৃতি পাঠাগারের সংগীত শিক্ষক মোঃ আব্দুল জব্বার। সার্বিক সহযোগিতায় ছিলেন রেজাউল করিম আরজু। অনুষ্ঠান উপস্থাপনায় ছিল রবিউল রবিউল ও শ্রেয়া গুহ।