
স্টাফ রিপোর্টার
রাজবাড়ীতে রাবেয়া কাদের ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৩তম জন্ম জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ১০মে শুক্রবার বিকেলে ৪ ঘটিকায় রামকান্ত পুর রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী থিয়েটারের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতি ব্যক্তিত্ব বাবলা চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলার সভাপতি মোঃআতাউর রহমান, ও বিজয় টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মামুন খান,সভাপতিত্ব করেন আরজু মোল্লা। আলোচনা পর্বে প্রধান অতিথি বিশেষ অতিথিগণ কবিগুরুর সাহিত্য কর্মের বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ও সারগর্ভ আলোচনা করেন। রবীন্দ্রনাথের দর্শন ও চিন্তা কর্ম ও অণুপ্রেরনা বাঙালি জাতির জন্য অতি গুরুত্বপূর্ণ। বিশ্ব দরবারে নোবেল বিজয়ের মাধ্যমে কবিগুরু বাংলাভাষা ও বাঙালি জাতির গৌরবের অন্যন্য আসনে অধিষ্ঠিত করেন,বলে আলোচকগণ উল্লেখ করেন। রাবেয়া কাদের ফাউন্ডেশনও স্মৃতি পাঠিগারের শিক্ষার্থী,অভিভাবক ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিল।সংস্কৃতি পর্বে রাবেয়া কাদের ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগারের সংগীত শিক্ষক বিশিষ্ট কন্ঠ শিল্পী আব্দুল জব্বার এর পরিচালনায় একক ও সমবেত কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত পরিবেশিত হয়।এছাড়াও শিক্ষার্থীরা কবি গুরুর কবিতা আবৃত্তি করে শোনায়। আমন্ত্রিত অভিভাবক অতিথিদের মধ্যে কেউ কেউ তাদের প্রতিক্রিয়ায় রাবেয়া কাদের ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগারের উদ্যোগ আয়োজন,নতুন প্রজন্মকে সংস্কৃতির সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ অবদানের ভুমিকার প্রশংসা করেন।